বেনাপোলে মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত


Shohel Rana প্রকাশের সময় : আগস্ট ১, ২০২৫, ৭:২৫ অপরাহ্ণ /
বেনাপোলে মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

ওমর সিয়াম, স্টাফ রিপোর্টারঃ যশোরের বেনাপোলে বাংলাদেশ মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫ টার সময় বেনাপোল পৌর বিয়ে বাড়ি বেনাপেল জাতীয়তাবাদী মহিলা দল বেনাপোল শাখা আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা জাতীয়তাবাদি মহিলা দলের যশোর জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান।

প্রধান অতিথি দেলোয়ার হোসেন বলেন, দীর্ঘ ১৭ বছর আমরা কথা বলতে পারিনি এবং কোথাও মিলিত হয়ে সভা -সমাবেশ, মিটিং এমন কি ৩/৫ মিলে চা চক্রের আয়োজন ও করতে পারিনি ঐ জালিম ফ্যাসিস্ট দোসরদের কারণে।

এখন সময় এসেছে সবাই ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত মিলিয়ে ধানের শীষের পতাকা তলে তথা বেগম খালেদা জিয়ার হাত কে শক্তিশালী করতে আমরা বিএনপির কর্মসূচি আবারও সুচারুভাবে সম্পন্ন করতে একমত।আসুন নারী সমাজের অধিকার ও নারী জাগরণের আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় বসার সুযোগ করে দেয়।

মহিলা দলের নেত্রীদের মধ্যে বক্তব্য রাখেন,যশোর জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক শামসুন্নাহার পান্না, রাফাত আরা জলি, সাংগঠনিক সম্পাদক নাহিদা আক্তার, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মৌলুদা পারভীন ও সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার পারভীন,শার্শা থানা মহিলা বিষয়ক সম্পাদিকা পারুল আক্তার ।

এসময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন,সাধারন সম্পাদক আবু তাহের ভারত,যুগ্ম সাধারন সম্পাদক মেহেরুল্লাহ,সহ সভাপতি মাসুদুর রহমান মিলন, সাহাবুদ্দিন আহমেদ,সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, আক্তারুজ্জামান, বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু,সদস্য সচিব রায়হানুজামান দিপু।বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম শহিদ ও সদস্য সচিব ওমর ফারুক প্রমুখ।