বেনাপোলে সড়ক দূর্ঘটনায় গ্যারেজ শ্রমিক নিহত


Shohel Rana প্রকাশের সময় : মে ১১, ২০২৫, ১০:০৭ অপরাহ্ণ /
বেনাপোলে সড়ক দূর্ঘটনায় গ্যারেজ শ্রমিক নিহত

সোহেল রানাঃ যশোরের বেনাপোলে ধান বোঝায় ট্রাক্টরের ধাক্কায়  ইসমাইল হোসেন (১৭) নামে এক গ্যারেজ শ্রমিক নিহত হয়েছে । রোববার (১১ মে) সকাল ১১ টার সময় যশোর-বেনাপোল মহাসড়কে বেনাপোল ফায়ার সার্ভিসের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের মোমিন হোসেনের ছেলে ও বেনাপোল বলফিল্ডের সামনে অবস্থিত সাদ্দাম হোসেনের মোটরসাইকেল গ্যারেজের শ্রমিক।

স্থানীয়রা জানায়, রোববার সকালে বেনাপোল থেকে  একটি ধান বোঝায় ট্রাক্টর যশোর অভিমুখে যাচ্ছিল। পতিমধ্যে বেনাপোল ফায়ার সার্ভিস সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেলের সাথে সংঘর্ষ হলে ইসমাইল নামে একজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে নাভারণ স্বাস্থ্য কমপ্লেক্স  নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

নাভারণ হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (ওসি) রোকনুজ্জামান নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন,এ ঘটনায় ঘাতক ট্রাক্টর আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।