বেনাপোলে সাংবাদিকদের সাথে সিএন্ডএফ এসোসিয়েশনের জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত


Al Amin প্রকাশের সময় : অক্টোবর ১৭, ২০২৪, ১২:১৮ পূর্বাহ্ণ /
বেনাপোলে সাংবাদিকদের সাথে সিএন্ডএফ এসোসিয়েশনের জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্যের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে সাংবাদিকদের সাথে জরুরি এক মতবিনিময়সভা করেছে কাস্টম ক্লিয়ারিং এন্ড ফরওয়াডিং (সিএন্ডএফ) এজেন্টস এসোসিয়েশন।

(১৬ অক্টোবর) বুধবার সন্ধ্যায় বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন ভবনের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বেনাপোল কাস্টম ক্লিয়ারিং এন্ড ফরওয়াডিং (সিএন্ডএফ) এজেন্টস এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব শামছুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদুল হক লতার সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে এ বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্যের গতিশীলতা বৃদ্ধির ক্ষেত্রে বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করার জন্য সাংবাদিক নেতাদের সাথে বিবিধ দিকনির্দেশনা ও উন্নয়নমূলক পরামর্শ ব্যক্ত করা হয়।

জরুরি সভায় দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব খায়রুজ্জামান মধু, সহ-সভাপতি আলহাজ্ব মহসিন মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, কাস্টম বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ, দপ্তর সম্পাদক মোস্তাফিজ্জোহা সেলিম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সহ-সভাপতি আলহাজ্ব কামাল উদ্দিন শিমুল, সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন, সহ-অর্থ সম্পাদক আলহাজ্ব সাহাবুদ্দিন, কাস্টম বিষয়ক যুগ্ম সম্পাদক আলহাজ্ব আলমগীর সিদ্দিক, বন্দর বিষয়ক সম্পাদক মেহেরুল্লাহ, চেকপোস্ট ও আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ বিপুল, নির্বাহী সদস্য আলহাজ্ব আমিনুল হক আনু প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি আতিকুজ্জামান সনি, সিএন্ডএফ স্টাফ এসোসিয়েশনের সভাপতি মুজিবার রহমান, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান প্রমুখ।