সোহেল রানাঃ যশোরের বেনাপোলে সারসা বার্তা পত্রিকা পরিবারের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে বেনাপোলে আলাউদ্দিন মার্কেটের সারসা বার্তা পত্রিকার অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে সারসা বার্তা পত্রিকার সম্পাদক-প্রকাশক আব্দুস সালাম গফ্ফার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সাংবাদিক জোট (বাসাজ) এর কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক ও ঢাকা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, বেনাপোল পোর্ট থানা পুলিশের অফিসার ইনচার্জের পক্ষে (এসআই) আবুল বাসার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সারসা বার্তা পত্রিকার সহ প্রধান সম্পাদক ফিরোজ মেহেদী, সহ সম্পাদক সাজেদুর রহমান সবুজ, যুগ্ন সহ সম্পাদক আজিজুর রহমান, বার্তা সম্পাদক সোহেল রানা, সহ বার্তা সম্পাদক আবু উমামা ফজলে রাব্বী, স্টাফ রিপোর্টার জাকির হোসেন, কামাল হোসেন, নাজমুল ইসলাম, অনলাইন এনটিভি ও সারসা বার্তার স্টাফ রিপোর্টার হিরোন আহমেদ, সবুজ বিপ্লব, চেকপোস্ট প্রতিনিধি আরিফুর রহমান রতন, বেনাপোল প্রতিনিধি মেহরাব হোসেন মিঠু, ঝিকরগাছা প্রতিনিধি তানভীর আহমেদ সাকিব, শার্শা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, ফটো সাংবাদিক শাওন হোসেনসহ আরও অনেকে। দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ আব্দুল মমিন।
আপনার মতামত লিখুন :