বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আটক ১


Al Amin প্রকাশের সময় : ডিসেম্বর ৪, ২০২৪, ১২:১২ পূর্বাহ্ণ /
বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আটক আসামী হলেন, বেনাপোল পোর্ট থানার বোয়ালিয়া পশ্চিমপাড়ার মশিউর রহমানের ছেলে রাসেল মিয়া (৩৫)।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে পুলিশ জানায়, বেনাপোল পোর্ট থানাধীন বোয়ালিয়া মধ্যপাড়া গ্রামস্থ বোয়ালিয়া মধ্যপাড়া ঈদগাহ মাঠের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাসেল মিয়া জানান,আটক আসামির বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করা হয় এবং যথাযথ পুলিশ প্রহরায় মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।