সারসা বার্তা ডেস্ক:
দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে নতুন পরিচালক হিসেবে যোগদান করেছেন উপ সচিব মোঃ শামিম হোসেন রেজা।
রোববার তিনি কর্মস্থলে যোগদান করেন।তিনি নাটোর জেলায় ডিডি এলজি হিসাবে কর্মরত ছিলেন।বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক মামুন কবীর তরফদার রোববার দায়িত্ব হস্তান্তর করেন।
দায়িত্ব নেওয়ার পর তার সাথে সাক্ষাৎ করেন ও ফুলের শুভেচ্ছা জানান শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ কাজী নাজিব হাসান, সহকারী কমিশনার ভূমি শওকত মেহেদী সেতু, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া, ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ মোঃ আহসানুল কাদের ভূইয়া, সন্তু বিশ্বাস পুলিশ পরিদর্শক ( নিরস্ত্র) ইনচার্জ ৩ এ পি বি এন ক্যাম্প বেনাপোল স্থলবন্দর, যশোর, পৌর নিবার্হী অফিসার, মোঃ সাইফুল ইসলাম, পৌর প্রকৌশলী মোশারফ হোসেন, ইঞ্জিনিয়ার মফিজুর রহমান ও বাজার পরিদর্শন মোঃ আমজাদ হোসেন জনি।
এ সময় তিনি বলেন বেনাপোল স্থলবন্দর দেশের সর্ববৃহৎ স্থলবন্দর সরকার আমাকে পাঠিয়েছেন বন্দর ব্যবহারকারী সকল সংগঠনের সহযোগিতা নিয়েই কাজ করবো। তিনি শার্শা উপজেলা ও পৌরসভার খোঁজ খবর নেন ভালো কাজ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ কাজী নাজিব হাসানকে ধন্যবাদ জানান।