বেনাপোল, প্রতিনিধি : অধিকাল ভাতা বন্ধের প্রতিবাদে বেনাপোলে বন্দর কর্মচারীদের মানব বন্ধনে আজ একঘন্টা বন্ধ ছিল আমদানি,রফতানি ও বন্দর থেকে পণ্য খালাস কার্যক্রম।
মঙ্গলবার সকাল সকাল সাড়ে ৯ টায় থেকে সকাল সাড়ে ১০ টা পর্যন্ত স্থলবন্দর দাবি আদায় পরিষদের আয়োজনে বেনাপোল বন্দরের কার্গোভেহিকেল টার্মিনালের সামনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে বন্দরের দেড় শতাধিক কর্মচারী অংশ নেয়।
মানবন্ধনে বন্দর কর্মচারীরা বলেন, অফিস সময়ের অতিরিক্ত সময় কাজের পারশ্রমিক হিসাবে তারা গত ২১ বছর ধরে অধিকাল ভাতা পেয়ে আসছিলেন। তবে গত দুই মাস ধরে এই অধিকাল ভাতা বন্ধ করেছে সরকার। এতে তারা অথনৈতিক ও মানসিক ভাবে ক্ষতির স্বিকার হচ্ছেন। বর্তমানে সপ্তাহে ৭ দিনে ২৪ ঘন্টা তাদের অফিস করতে হয়। দ্রুত এই ভাতা চালু না করলে আগামীতে অফিস সময় বিকাল ৫ টার পর থেকে বন্দরের কার্যক্রম বন্ধ রাখার হুমকি দেন তারা।
এদিকে মানবন্ধনে কর্মবিরতির কারনে বন্ধ হঢে পড়ে আমদানি,রফতানি ও পণ্য খালাস। এতে বন্দরে সৃষ্টি হয় পণ্যজট।
মানবন্ধনে বক্তব্য রাখেন, বন্দর ওয়ার হাউস ইনেসপেক্টর শাহাদত হোসেন,হাফিজুর রহমান,নাহিদ পারভেজ প্রমুখ।