নিজস্ব প্রতিবেদক: বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫’র সাধারণ সম্পাদক শহিদ আলীর পিতা মো: আব্দুল কাদের (১০৯) ইন্তেকাল করেছেন।
তিনি সোমবার (৯ ডিসেম্বর) বেলা ১২ টার সময় শার্শা উপজেলার কন্যাদাহ গ্রামে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যু বরণ করেছেন। আছর বাদ মরহুমের জানাযায় শেষে নিজ পারিবারিক গোরস্থানে সমাধিস্থ করা হয়।
জানাযা অনুষ্ঠানে শরীক হন, সাবেক সাংসদ ও বিএনপি নেতা মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব খায়রুজ্জামান মধু, শার্শা উপজেলা বিএনপির সদস্য আশরাফুল আলম বাবু, মোঃ মোস্তাফা কামাল মিন্টু, আহম্মদ আলী শাহিন, যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা, শার্শা উপজেলা যুবদলের সদস্য-সচিব ইমদাদুল হক ইমদাদ, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক শহিদুল ইসলাম শহিদ, বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মোঃ মোস্তাফিজুর রহমান বাবু, সদস্য-সচিব রায়হানুজ্জামান দিপু,শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মোঃ সাজেদুর রহমান সবুজ, বিএনপি নেতা মিয়াদ আলী প্রমুখ।
এছাড়া গভীর শোক প্রকাশ করেছেন শার্শা উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক আবুল হাসান জহির, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব নুরুজ্জামান লিটন, শার্শা উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম।
মৃত্যুকালে তিনি আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আপনার মতামত লিখুন :