নিজস্ব প্রতিবেদক: যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অভিযানে মালিকবিহীন অবস্থায় ২৫,২৩,০৫০/-(পঁচিশ লক্ষ তেইশ হাজার পঞ্চাশ) টাকার ভারতীয় ২৮ কেজি গাঁজা, ১০৮ বোতল ফেন্সিডিল, ০৩ বোতল বিদেশী মদ এবং বিভিন্ন প্রকার ভারতীয় পণ্য আটক করেছেন।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্ট, বেনাপোল আইসিপি, পাঁচপীরতলা এবং ধান্যখোলা বিওপ’র সীমান্ত এলাকায় যশোর ব্যাটালিয়ন(৪৯ বিজিবি)বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব ভারতীয় মালামাল এবং মাদকদ্রব্য আটক করে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি’র আভিযানিক কর্মকাণ্ড অংশ হিসেবে দীর্ঘদিন যাবত মাদক ও চোরাচালান মালামাল আটকের ক্ষেত্রে বিজিবির গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমড়াখালী চেকপোস্টের বিশেষ আভিযানিকদল নাভারণ (উত্তর বুরুজ বাগান) এলাকায় তল্লাশী করে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২,৯৩,১৫০/-(দুই লক্ষ তিরানব্বই হাজার একশথ পঞ্চাশ) টাকার ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী আটক করে। আমড়াখালী চেকপোস্টের বিশেষ আভিযানিকদল চেকপোস্টের সামনে বাস তল্লাশী করে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১,৩২,৬০০/-(এক লক্ষ বত্রিশ হাজার ছয়শত) টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার পোশাক এবং কসমেটিক্স সামগ্রী আটক করে। আমড়াখালী চেকপোস্টের বিশেষ আভিযানিকদল বেনাপোল নতুন পৌর বাস টার্মিনাল এলাকায় ইজিবাইক তল্লাশী করে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২,০৪,০০০/-(দুই লক্ষ চার হাজার) টাকার ভারতীয় লেডিস শাল চাদর আটক করে।
বেনাপোল বিওপির বিশেষ আভিযানিকদল বেনাপোল পোর্ট থানাধীন মেইন রাস্তার উপর হতে মালিকবিহীন অবস্থায় ২,২৪,১০০/-(দুই লক্ষ চব্বিশ হাজার একশত) টাকা মূল্যের ভারতীয় পোশাক এবং কসমেটিক্স সামগ্রী আটক করে। বেনাপোল আইসিপির বিশেষ আভিযানিকদল মেইন পিলার ১৮/৮-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আন্তজার্তিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে ভারত হতে আগত পাসপোর্টধারী যাত্রীদের ব্যাগ তল্লাশী করে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৩,০০,৩০০/-(তেরো লক্ষ তিনশত) টাকা মূল্যের ভারতীয় পোশাক সামগ্রী, কম্বল, ঔষধ এবং কসমেটিক্স সামগ্রী আটক করে।
আমড়াখালী চেকপোস্টের বিশেষ আভিযানিকদল সাতক্ষীরা মোড় এলাকা হতে বেনাপোল হতে যশোরগামী লোকাল বাস তল্লাশী করে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২,২৩,৬০০/-(দুই লক্ষ তেইশ হাজার ছয়শত) টাকা মূল্যের ভারতীয় ১৭৭ টি টারজেন তালা এবং কসমেটিক্স সামগ্রী আটক করে।
পাঁচপীরতলা বিওপির বিশেষ আভিযানিকদল মেইন পিলার ৪৬/৬-এস হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুলিয়া গ্রামস্থ মাঠের মধ্য হতে ৩২,৮০০/-(বত্রিশ হাজার আটশত) টাকা মূল্যের ভারতীয় ৮২ বোতল ফেন্সিডিল আটক করে।
ধান্যখোলা বিওপির বিশেষ আভিযানিকদল মেইন পিলার ২৫/৩-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধান্যখোলা গ্রামস্থ মাঠের মধ্য হতে ১,০৩,৩০০/- (এক লক্ষ তিন হাজার তিনশত) টাকা মূল্যের ভারতীয় ২৮ কেজি গাঁজা, ৩ বোতল বিদেশী মদ এবং ০২ বোতল কফ সিরাপ (ফেন্সিডিল জাতীয়) আটক করে।
পাঁচপীরতলা বিওপির বিশেষ আভিযানিকদল মেইন পিলার ৪৬/৪-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাঁচপীরতলা গ্রামস্থ মাঠের মধ্য হতে ৯,২০০/-(নয় হাজার দুইশত) টাকার ভারতীয় ২৩ বোতল ফেন্সিডিল আটক করে।
আপনার মতামত লিখুন :