নিজস্ব প্রতিবেদক: যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অভিযানে ০১জন আসামীসহ ভারতীয় ফেন্সিডিল, মদ, গাঁজা, শাড়ী, থ্রী-পিস, তৈরি পোশাক, কম্বল, মোবাইলের ডিসপ্লে, সিগারেট, বিভিন্ন প্রকার ঔষধ ও কসমেটিক্স সামগ্রী এবং অবৈধ অনুপ্রবেশের দায়ে ০৭ জন বাংলাদেশী নাগরিক আটক করেছেন।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিসি, পিএসসি গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বিজিবি’র আভিযানিক কর্মকাণ্ড অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
বুধবার (০১ জানুয়ারি) বেনাপোল বিওপি, রঘুনাথপুর বিওপি, পাঁচপীরতলা বিওপি, আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপি এর সীমান্ত এলাকায় বিশেষ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ০১জন আসামীসহ (তেরো লক্ষ বারো হাজার তিনশত) টাকা মূল্যের ভারতীয় ফেন্সিডিল, মদ, গাঁজা, শাড়ী, থ্রী-পিস, তৈরী পোশাক, কম্বল, মোবাইলের ডিসপ্লে, সিগারেট, বিভিন্ন প্রকার ঔষধ ও কসমেটিক্স সামগ্রী আটক করে।
ফেন্সিডিলসহ আটক আসামি হলেন যশোর শহরের ঘোপ নওয়াপাড়া এলাকার আবুল কালাম আজাদের ছেলে মোঃ শহিদুল ইসলাম (৩৭)।
অপর আর একটি অভিযানে ধান্যখোলা বিওপি’র জেলেপাড়া পোস্টের টহলদল পাসপোর্ট ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ০৭ জন (পুরুষ-০৫ জন ও শিশু-০২ জন) বাংলাদেশী নাগরিককে আটক করতে সক্ষম হয়।
অবৈধ অনুপ্রবেশের দায়ে আটককৃতরা হলেন (১) সিদ্দিক বিশ্বাস (২২), পিতা- নুর ইসলাম, গ্রাম-পাচকামিয়া, থানা- কালিয়া, জেলা- নড়াইল, (২) ইয়াসিন বিশ্বাস (২৮), পিতা-হাসান বিশ্বাস, গ্রাম- পাঁচ কানিয়া, থানা- কালিয়া, জেলা- নড়াইল, (৩) সুমন শেখ (১৯), পিতা-মোঃ মশিয়ার সেক, গ্রাম-বাবুপুর, থানা- কালিয়া, জেলা-নড়াইল, (৪) রমজান আলী (৩০), পিতা-হেমায়েত কাজী, গ্রাম-পাঁচ কাউনিয়া, থানা- কালিয়া, জেলা-নড়াইল, (৫) মোছাম্মদ রাবেয়া খানম (০৬), পিতা-রমজান কাজী পাঁচ কাওনিয়া, থানা-কালিয়া, জেলা-নড়াইল, (৬) মোছাঃ মাবিয়া খানম (০৪), পিতা-রমজান কাজী, গ্রাম-পাঁচ কাওনিয়া, থানা-কালিয়া, জেলা-নড়াইল (৭) আলামিন শেখ (২৫), পিতা-আতিয়ার শেখ, গ্রাম- কুলা, থানা-তেরোখাদা, জেলা-খুলনা।
বিজিবি সূত্র আরো জানান, জব্দকৃত বিভিন্ন ভারতীয় পণ্য কাস্টমে জমা করা হয়েছে এবং আটক মাদকদ্রব্য ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে পাঠানো হয়েছে। আটককৃত আসামিদের আইনী ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :