নিজস্ব প্রতিবেদক: যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অভিযানে শনিবার (০৪ জানুয়ারি) বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপি এর সীমান্ত এলাকায় বিশেষ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ০১ জন আসামীসহ (দশ লক্ষ একচল্লিশ হাজার দুইশত) টাকা মূল্যের ভারতীয় ফেন্সিডিল, শাড়ী, থ্রী পিস, পান মসলা, কলম, মোবাইল, কম্বল, সিগারেট এবং কসমেটিক্স সামগ্রী আটক করে।
ফেন্সিডিলসহ আটককৃতরা হলেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার মুরারীকাটি গ্রামের ইকবল হোসেনের ছেলে মোঃ রোকনুজ্জামান ও আজিয়ার রহমানের ছেলে মোঃ খায়রুল ইসলাম।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিসি, পিএসসি গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বিজিবি’র আভিযানিক কর্মকাণ্ড দীর্ঘদিন যাবত চোরাচালানের বিরুদ্ধে জোরদারভাবে চলমান রয়েছে।
বিজিবি অধিনায়ক আরো জানান, চোরাকারবারী কর্তৃক মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়।
বিজিবি সূত্র আরো জানান, জব্দকৃত বিভিন্ন ভারতীয় পণ্য কাস্টমে জমা করা হয়েছে এবং আটক মাদকদ্রব্য ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে পাঠানো হয়েছে। আটককৃত আসামিদের আইনী ব্যবস্থা গ্রহণের জন্য শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :