নিজস্ব প্রতিবেদক: যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অভিযানে ০১ জন অবৈধ অনুপ্রবেশকারীসহ বিদেশী মদ, ফেন্সিডিল, কম্বল, কীটনাশক এবং কসমেটিক্স সামগ্রী আটক করেছেন।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিসি, পিএসসি জানান, গত ১৪ ও ১৫ জানুয়ারি কাশিপুর বিওপি, আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় বিশেষ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে (উনষাট হাজার একশত)টাকা মূল্যের বিদেশী মদ, ফেন্সিডিল, কম্বল, কীটনাশক এবং কসমেটিক্স সামগ্রী আটক করে।
শিকারপুর বিওপি'র বিজিবি সদস্যরা এক বিশেষ অভিযানে বাংলাদেশী ১ অনুপ্রবেশকারীকে আটক করেন।
আটককৃত রনি হোসেন (৩৫) যশোরের ঝিকরগাছা থানার গদখালী মাঠুয়াপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
বিজিবি অধিনায়ক আরো জানান, চোরাকারবারী কর্তৃক মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়।
বিজিবি সূত্র আরো জানান, জব্দকৃত বিভিন্ন ভারতীয় পণ্য কাস্টমে জমা করা হয়েছে এবং আটক মাদকদ্রব্য ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে পাঠানো হয়েছে। আটককৃত আসামিকে আইনী ব্যবস্থা গ্রহণের জন্য শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।