নিজস্ব প্রতিবেদক: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত যশোরের কলেজ ছাত্র মোঃ ইমন কবির’কে বিজিবি ও মহাপরিচালক এর পক্ষ হতে এক লক্ষ টাকা অনুদান প্রদান করেছেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার পাশে থেকে বর্ডার গার্ড বাংলাদেশ সর্বদাই সহযোগিতা প্রদান করে আসছে। তারই ধারাবাহিকতায় বিজিবি’র আন্তরিক প্রচেষ্টায় বিজিবি হাসপাতাল বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং আহত ছাত্র-জনতাকে অনুদান/ পুনর্বাসন/বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
গত ১৯ জুলাই জুম্মার নামাজের পর যশোর শহরের টিভি ক্লিনিক মোড় এলাকার মোঃ হুমায়ুন কবির আহমেদের ছেলে মোঃ ইমন কবির (২১) ঢাকার বাড্ডা আফতাবনগর এলাকায় প্রবেশ পথে গেটের সামনে ডান পায়ে গুলিবিদ্ধ হয়ে বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) কতৃক গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার ৩০ ডিসেম্বর মহাপরিচালক বর্ডার গার্ড বাংলাদেশ এর পক্ষ থেকে লেঃ কর্ণেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি, অধিনায়ক, যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) কর্তৃক আহত ছাত্রকে (এক লক্ষ) টাকা অনুদান প্রদান করেন।
আহত মোঃ ইমন কবির যশোর পিটিআই এর ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ার বিভাগ এর চতুর্থ বর্ষের ছাত্র।
আপনার মতামত লিখুন :