ভরা মৌসুমেও আকাশছোঁয়া ইলিশের দাম। সরকারের ভাষায় বাজারে কিছুটা কমলেও এখনও তা ক্রেতার নাগালের বাইরেই রয়েছে। থেকে শুরু করে, কিংবা জায়গার বাজারেই চড়া দামে বিক্রি হচ্ছে এই রুপালি মাছ। ফলে ভোজনরসিক বাঙালির পাতে ইলিশ ওঠাই এখন যেন দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে। বাজারে গিয়েও ক্রেতারা ইলিশের দিকে হাত বাড়াতে ভয় পাচ্ছেন।
প্রবাদ আছে, ‘মাছে-ভাতে বাঙালি’। কিন্তু চাল ও মাছের অস্বাভাবিক দামে সেই প্রবাদও এখন ফিকে। ইলিশের চড়া দামের বিষয়টি স্বীকার করেছেন খোদ মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারও। সম্প্রতি তিনি জানিয়েছেন, ‘দেশে ইলিশের ভরা মৌসুম চললেও দাম এখনও সাধারণ মানুষের নাগালের মধ্যে আসেনি।
ইলিশের দাম নিয়ে ক্রেতাদের ক্ষোভও স্পষ্ট। রুপসা বাজারে মাছ কিনতে আসা জনৈক ক্রেতা বলেন, ‘দাম তো কমছেই না। ইলিশ এখন বড়লোকের মাছ হয়ে গেছে। নিউমার্কেট, সন্ধ্যা বাজার ও চিত্রালী বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২১০০-২৩০০ টাকা, ৮০০থেকে ৯০০ গ্রামের ইলিশ ১৭৫০ থেকে ১৮০০ টাকা, ৫০০-৬০০ গ্রামের ইলিশ ১৪০০থেকে ১৫০০ টাকা এবং দেড় কেজি ওজনের ইলিশ ৩০০০ থেকে ৩২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
তবে কোন কোন বাজারে গত শুক্রবার দাম কিছুটা কমলেও চারদিন পর আবারও উর্ধ্বমুখী। মঙ্গলবার সন্ধ্যায় বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, শুক্রবারের বাজার দরের থেকে কেজি প্রতি ইলিশের দাম বেড়েছে আকারভেদে ৫০০ টাকা পর্যন্ত।
সারা দেসের মাছ বাজারের ক্রেতা গৃহিনী নাজমা সুলতানা বলেন, এক মাসে ইলিশ কিনেছিলাম যে দরে, আজও সেই দরেই ইলিশ কিনতে হচ্ছে। ইলিশের এখন ভরা মৌসুম। এই সময়ে এত দাম থাকবে কেন ? দাম কিছুটা কম শুনে বাজারে এসেছিলাম, কিন্তু সেই দেখি আগের মতই দামেই কিনতে হচ্ছে।
সন্ধ্যা বাজারে এক ক্রেতা অনেক আশা করে একটি ইলিশ কিনতে আসেন। কিন্তু আকাশছোঁয়া দাম শুনে অবশেষে ফিরে যেতে বাধ্য হয়েছেন বলে আফসোস করেন।
আপনার মতামত লিখুন :