মুসলিম লীগের সাবেক নেতা আলহাজ এম.এ সালাম ছিলেন একজন আদর্শবান রাজনীতিবিদ, সততার প্রতীক। চট্টগ্রামের শিল্প-বাণিজ্য খাতে তাঁর অবদান অপরিসীম। তিনি শুধু ব্যবসায়ী ছিলেন না, ছিলেন দানবীর ও সমাজসেবক। তাঁর প্রতিষ্ঠিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দেশের অগণিত শিক্ষার্থীর ভবিষ্যৎ নির্মাণে ভূমিকা রেখে চলেছে।
বক্তারা বলেন, ভারতীয় আধিপত্যবাদ এই জাতির জন্য এক দুর্যোগ; জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, অর্থনৈতিক নিরাপত্তা এবং কূটনৈতিক ভারসাম্য রক্ষায় শক্তিশালী জাতীয় ঐক্য প্রয়োজন বলে বক্তারা মন্তব্য করেন।
বাংলাদেশ মুসলিম লীগের সাবেক সভাপতি, আলহাজ এম.এ সালামের ২৩তম মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ মুসলিম লীগ ও এম.এ সালাম স্মৃতি সংসদের যৌথ উদ্যোগে আজ শুক্রবার বাদ জুমা নয়াপল্টনস্থ দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলে নেতৃবৃন্দ এসব কথা বলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এম.এ সালাম স্মৃতি সংসদের সভাপতি আব্দুল আজিজ হাওলাদার।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, মুসলিম লীগের নবনির্বাচিত মহাসচিব আফতাব হোসেন মোল্লা। এছাড়া বক্তব্য রাখেন, মুসলিম লীগ কেন্দ্রীয় নেতা আতিকুল ইসলাম, আনোয়ার হোসেন আবুড়ী, অ্যাডভোকেট জসিম উদ্দিন, মোহাম্মদ নজরুল ইসলাম, মহিলা মুসলিম লীগের সভানেত্রী ডা. হাজেরা বেগম, অ্যাডভোকেট আবু সাইদ মোল্লা, মোহাম্মদ আলী, এস. আই. ইসলাম মিলন, খান আসাদ, ইঞ্জিনিয়ার ওসমান গণি, খন্দকার জিল্লুর রহমান।
নেতৃবৃন্দ আরও বলেন, এম.এ সালাম ছিলেন এমন একজন নেতা যাঁর নীতির ভিত্তি ছিল ন্যায়, মানবিকতা ও দেশপ্রেম। তাঁর মতো আদর্শবান নেতৃত্ব আজকের সময়ের জন্য অত্যন্ত প্রয়োজন। অনুষ্ঠানের শেষে মরহুম এম.এ সালামের রূহের মাগফেরাত কামনা করে এবং ভয়াবহ ভূমিকম্পে নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের আশু আরোগ্য কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।