ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে সফরের আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা


Sarsa Barta প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২০, ২০২৫, ১০:১২ অপরাহ্ণ /
ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে সফরের আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন – ছবি – বিবিসি

চলতি সপ্তাহের শুরুতে ওমানে ভারত মহাসাগরীয় সম্মেলনের সাইড লাইনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে বৈঠক হয় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের।

সেসময় জয়শঙ্করকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি। আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, দুই দেশের মধ্যে এখনো কিছু টানাপোড়েন থাকলেও, ওয়ার্কিং রিলেশনের ব্যাপারে দুই পক্ষই একমত হয়েছে।

ভারতের সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য আগের পর্যায়ে পৌঁছে গেছে বলেও উল্লেখ করেন পররাষ্ট্র উপদেষ্টা।

সূত্র : বিবিসি