পাসপোর্ট-ভিসা ছাড়া ভারতে প্রবেশ করে দীর্ঘ ৭ বছর গুজরাট সেন্ট্রাল কারাগারে সাজা ভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন স্বামী-স্ত্রী।
রোববার (১৯ জানুয়ারি) বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে রশিদ শেখ ও ঝরনা খাতুনকে হস্তান্তর করেন ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।
খোঁজ নিয়ে জানা যায়, দালালের মাধ্যমে গত মার্চ ২০১৮ সালে ভারতে প্রবেশ করেন তারা। পরে গুজরাট অবস্থান করা কালীন গুজরাট পুলিশ তাদের আটক করেন। গুজরাট সেন্ট্রাল কারাগারে সাজা ভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদেরকে হস্তান্তর করেছে।
তারা হলেন যশোরের ঝিকরগাছার রাজ্জাক শেখের ছেলে মো: রশিদ শেখ (৪০) ও মনিরামপুর উপজেলার ওমর আলী গাজীর মেয়ে মোছা. ঝরনা খাতুন (৩২)।
ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ মো: আহসানুল কাদের ভূইয়া জানান, ‘পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ দু’জনকে হস্তান্তর করেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’