ভারতের হরিয়ানা রাজ্যে নিজের বাড়ির সামনেই পিটিয়ে মারা হল এক সাব-ইন্সপেক্টকে। এই ঘটনা কট্টর হিন্দুত্ববাদী দল বিজেপি শাসিত ওই রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যপক চাঞ্চল্যও ছড়িয়েছে।
শুক্রবার পুলিশ জানিয়েছে, ৫৭ বছর বয়সী হরিয়ানা পুলিশের এক সাব-ইন্সপেক্টর তার বাড়ির বাইরে একদল ব্যক্তিকে হট্টগোল করতে বাধা দেওয়ার চেষ্টা করেন। তার পরেই তাকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ। হরিয়ানার ধানী শ্যাম লাল এলাকায় সাব-ইন্সপেক্টর রমেশ কুমারকে ইট ও লাঠি দিয়ে পিটিয়ে মারা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সুপার শশাঙ্ক কুমার সাওয়ান জানিয়েছেন, রমেশ কুমারকে মারধরের পর দলটি ঘটনাস্থল থেকে প্রথমে চলে গেলেও পরে তারা ফিরে এসে ইট দিয়ে তার উপর আক্রমণ করে। ইটের আঘাতে তার মাথায় মারাত্মক আঘাত লাগে। হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ ১০ জনকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছে এবং পাঁচজনকে গ্রেফতার করেছে।
পুলিশ সুপার শশাঙ্ক কুমার জানিয়েছেন, আক্রমণকারীরা একই পাড়ায় থাকত। পুলিশ অভিযুক্তদের ব্যবহৃত একটি গাড়ি এবং একটি স্কুটার বাজেয়াপ্ত করেছে। জানানো হয়েছে সাব-ইন্সপেক্টর রমেশ কুমার পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেলের কার্যালয়ে কর্মরত ছিলেন এবং জানুয়ারিতে অবসর গ্রহণের কথা ছিল। তার আগেই ঘটে গেলে মর্মান্তিক এই দুর্ঘটনা।
এসপি শশাঙ্ক কুমার সাওয়ান জানিয়েছেন, ঘটনার পরপরই অভিযুক্ত মহেন্দ্র ওরফে গব্বর, তার ছেলে সুভাষ, প্রবীণ ওরফে লালা, যতীন এবং নরেন্দ্রকে গ্রেফতার করা হয়েছে, যদিও তিনজন পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় আহত হন।