প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ১২:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১০, ২০২৫, ১২:৫৬ অপরাহ্ণ

মো: ওমর সিয়ামঃ পাসপোর্ট ছাড়া ভারতে যেয়ে সেদেশে পুলিশের কাছে আটক হওয়ার পর গুজরাট শহরের কাছভোগ সেন্টাল জেলে দীর্ঘ ৫ বছর জেলখেটে আজ বুধবার বেনাপোল দিয়ে ট্রাভেল পারমিট এর মাধ্যমে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে ৬ বাংলাদেশী নারী কে হস্তান্তর করেছে।
তারা হলো মোছাঃ আনজু খাতুন (৩০), পিতাঃ মোঃ বাদশা শেখ, গ্রামঃ শ্রীরামপুর, পোস্টঃ চারার ভিটা, থানাঃ বাঘারপাড়া, জেলাঃ যশোর,মোছাঃ রাশেদা বেগম (৪৮), পিতাঃ মোঃ আলমগীর হোসেন, গ্রামঃ নির্বাসখোলা , পোস্টঃ মাটিকুমরা, থানাঃ ঝিকরগাছা , জেলাঃ যশোর,ইয়াসমিন খাতুন (২৬), পিতাঃ মোঃ ইয়াকুব মোল্লা, গ্রামঃ কুসখালী, পোস্টঃ চানডোরা ,থানাঃ শালিখা , জেলাঃ মাগুরা,
মোছাঃ রোজিনা পারভিন, (২৭), পিতাঃ মোঃ গোলাপ গাজী, গ্রামঃ শালিখা, পোস্টঃ আশাশুনি, থানাঃ আশাশুনি, জেলাঃ সাতক্ষীরা,মোছাঃ তাসলিমা খাতুন (৩৫), পিতাঃ মোঃ আরজান আলী গাজী, গ্রামঃ চাদরা , পোস্টঃ ত্রিমোহনী, থানাঃ কেশবপুর , জেলাঃ যশোর ও শারমিন আক্তার(৩০), পিতাঃ মোঃ দুলাল হোসাইন, গ্রামঃ বোরোহাইবতপুর, পোস্টঃ রানীগঞ্জ ,থানাঃ কোতোয়ালি, জেলাঃ যশোরদের।
ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইব্রাহিম হোসেন বলেন,বেনাপোল ইমিগ্রেশন পুলিশ কর্তৃক আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।পরে থানা থেকে এনজিও সংস্থা জাস্টিস এন্ড কেয়ার এর নিকট হস্তান্তর করবেন।
ভারত থেকে আসা রোজিনা জানান , রাতের অন্ধকারে দালালের মাধ্যমে অবৈধভাবে গত ২১ অক্টোবর ২০১৯ সালে ভারতে প্রবেশ করে ভারত গুজরাট কাজভোগে অবস্থান করাকালীন গত ১৫ ফেব্রুয়ারি ২০২১ সালে ভারতের গুজরাট পুলিশ কর্তৃক আটকের পর, গুজরাট কাজভোগ জেলে ৫ বছর সাজা ভোগ করে আজ দেশে ফিরে এসেছি।