ভারতে ৯ মাস জেল খেটে বেনাপোল হয়ে দেশে ফিরল ৭ বাংলাদেশী নারী-পুরুষ


Al Amin প্রকাশের সময় : ডিসেম্বর ২৭, ২০২৪, ৫:৪৮ অপরাহ্ণ /
ভারতে ৯ মাস জেল খেটে বেনাপোল হয়ে দেশে ফিরল ৭ বাংলাদেশী নারী-পুরুষ

নিজস্ব প্রতিবেদক: ভারতে ৯ মাস জেল খেটে ৬ জন পুরুষ ও একজন নারী বেনাপোল দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে দেশে এসেছে। ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকাল ৪ টার সময় হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন শার্শার সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোঃ মামুন শিকদার, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সমন্বয়কারী রেখা বিশ্বাস, সলিডারিটি সেন্টার বাংলাদেশ ও শার্শা উপজেলার এনজিও সমন্বয়কারী নূরজাহান রিনা, ইমিগ্রেশন পুলিশের প্রতিনিধি, বিএসএফ’র প্রতিনিধি এ সময় উপস্থিত ছিলেন।

ফেরত আসারা হলো;- নারায়নগঞ্জ জেলার সিদ্দিক মিয়ার ছেলে রহমত উল্লাহ (৪২) পটুয়াখালী জেলার আব্দুল মানিক এর ছেলে গোলাম রাব্বি (২৮) মান্নান হাওলাদারের ছেলে জামাল হোসেন (৪০) আব্দুল জলিল এর ছেলে মাসুম বিল্লাহ (২৫) নাজির হোসাইন এর ছেলে মোঃ হুসাইন (৩৮) আব্দুল রহমান এর ছেলে মোঃ ইয়াসিন খান (৩১) এবং দিনাজপুর জেলার শফিউদ্দিন কাজীর মেয়ে মোছাঃ রশিদা শেখ (৪৭)।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ ইমতিয়াজ মোঃ আহসানুল কাদের ভূইয়া বলেন, বাংলাদেশী ৬ জন জেলে সাগরে মাছ ধরতে গিয়ে ভারতীয় কোষ্টগার্ডের কাছে গত ৯ মাস আগে আটক হয়। আর ১ জন নারী অবৈধপথে ভারত গিয়ে ও ওই সময় আটক হয়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আলীপুর জেলখানায় থাকে। পরে দুই দেশের উচ্চপর্যায়ে চিঠি বিনিময়ের এক পর্যায়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে দেশে ফেরত আসে। ফেরত আসাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানা’র অফিসার ইনচার্জ (ওসি) মো: রাসেল মিয়া বলেন, ফেরত আসাদের থানার আনুষ্ঠানিকতা শেষে বেসরকারী একটি এনজিওর কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সমন্বয়কারী রেখা বিশ্বাস বলেন, এরা সাগরে মাছ ধরতে গিয়ে সীমানা অতিক্রম করে ভারতের অংশে ঢুকে পড়ে গত ৯ মাস আগে। আর সেই সময় ভারতীয় কোষ্ট গার্ড তাদের আটক করে নিয়ে গিয়ে আদালতে সোপর্দ করে। আদালত তাদের আলীপুর জেল খানায় পাঠায়। একই সময় অবৈধপথে পাসপোর্ট ভিসা বাদে ভারতে প্রবেশ করার জন্য মোছাঃ রাশিদা শেখ’কে আটক করে একই কারাগারে পাঠায় ভারতীয় পুলিশ। এদের জাতীয় মহিলা আইনজীবী সমিতি আইনী সহায়তা দিয়ে দেশে ফেরত এনেছে। ভিকটিমগণ পূর্ণবয়স্ক হওয়ায় তাদের নিজ জিম্মায় হস্তান্তর করা হয়েছে।