ভারত ভ্রমণে নতুন নিয়ম চালু করায় বেনাপোল পাসপোর্ট যাত্রীরা বিপদে


Sarsa Barta প্রকাশের সময় : অক্টোবর ২, ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ণ /
ভারত ভ্রমণে নতুন নিয়ম চালু করায় বেনাপোল পাসপোর্ট যাত্রীরা বিপদে
মোঃ ওমর সিয়ামঃ এবার ভারত ভ্রমণে নতুন নিয়ম করল দেশটি ১ অক্টোবর থেকে কার্যকর চালু করা হয়েছে । ভারতে প্রবেশকারী প্রত্যেক বিদেশি ভ্রমণকারীর জন্য চালু করা হয়েছে ডিজিটাল ডিসেমবার্কেশন (ডিই) কার্ড।ভ্রমণের ৭২ ঘণ্টা আগে এই কার্ড পূরণ বাধ্যতামূলক করা হয়েছে।
এদিকে হঠাৎ করে ভারত সরকার এর নতুন সিদ্ধান্তের কারণে ভারত গামী পাসপোর্ট যাত্রীরা বেনাপোল এসে বিপদে পড়েছে। বিদেশি ভ্রমণকারীদের জন্য ইমিগ্রেশন প্রক্রিয়াকে আরও দ্রুত ও সহজ করতে এই উদ্যোগ নিয়েছে ভারত সরকার। ভারত ভ্রমণে আসা বিদেশি যাত্রীদের আর হাতে লেখা কাগজে ডিসেমবার্কেশন বা আগমন সম্পর্কিত কার্ড পূরণ করতে হবে না। এর পরিবর্তে চালু করা হয়েছে ডিজিটাল ডিসেমবার্কেশন কার্ড বা ই-অ্যারাইভাল কার্ড।
নয়াদিল্লি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভ্রমণের আগে এই কার্ড পূরণ বাধ্যতামূলক করা হয়েছে এবং যাত্রার ৭২ ঘণ্টা আগে অনলাইনে এটি পূরণ করে রাখতে হবে।
ডিজিটাল ডিসেমবার্কেশন কার্ড পূরণের জন্য দুটি মাধ্যম উল্লেখ করা হয়েছে-
১) অফিসিয়াল ওয়েবসাইট: indianvisaonline.gov.in/earrival
২) মোবাইল অ্যাপ: Indian Visa SuSwagatam
এই ডিজিটাল কার্ড পূরণের সময় ভ্রমণকারীদের দিতে হবে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য, যেমন-পাসপোর্ট ও ভিসার বিবরণ, ফ্লাইট ও যাত্রার বিস্তারিত তথ্য, ভারতে অবস্থানের ঠিকানা, জরুরি যোগাযোগের নম্বর ও প্রয়োজনে স্বাস্থ্য সংক্রান্ত ঘোষণা। তবে কোনও অতিরিক্ত নথি আপলোড করতে হবে না।
ভারতের নাগরিক ও ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওআইসি) কার্ডধারীদের এই কার্ড পূরণ করার দরকার হবে না।শুধু বিদেশি ভ্রমণকারীদের জন্যই এই নিয়ম কার্যকর করা হয়েছে।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইমিগ্রেশনের দীর্ঘ লাইনে অপেক্ষা ও কাগজে শর্তপূরণের ঝামেলা এড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ডিজিটাল কার্ড চালু হলে ভ্রমণকারীরা আগেভাগেই তাদের তথ্য জমা দিতে পারবেন এবং বিমানবন্দরে পৌঁছে ঝামেলা ও সময় নষ্ট করা ছাড়াই দ্রুত ইমিগ্রেশন সম্পন্ন করতে পারবেন।
ভারত গামী পাসপোর্ট যাত্রী রমেশচন্দ্র পাল বলেন আগে থেকে কোনো কিছু না জেনে এখন বেনাপোল এসে শুনি অনলাইনের ফরম পূরণ করতে হবে।কিভাবে করতে হবে সেটাও জানি না। এখন খুব বিপদে  আছি।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সি জানান,আজ বুধবার সকালে ভারতীয় ইমিগ্রেশন থেকে জানানো হয় ভারতীয় ইমিগ্রেশনের যে ফরম হাতে লিখতে হতো সেটা এখন অনলাইনে পূরন করতে হবে।এজন্য বাংলাদেশ থেকে যাওয়া যাত্রীদের জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছেন।