নিজস্ব প্রতিনিধি: ভালো কাজের স্বীকৃত স্বরুপ বাংলাদেশ রেলওয়ের অধীনে যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জকে পুরস্কৃত করা হয়েছে। গত (৮ই অক্টোবর) খুলনা রেলওয়ে পুলিশের কার্যালয়ে মাসিক কল্যাণ সভায় খুলনা রেলওয়ে পুলিশ সুপার মোঃ রবিউল হাসান ফাঁড়ির ইনচার্জ এস আই মনিতোষ বিশ্বাসকে পুরস্কৃত করেন।
খুলনা জেলার রেলওয়ে পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়,উক্ত সভায় সভাপতিত্ব করেন খুলনা রেলওয়ে জেলার পুলিশ সুপার মোঃ রবিউল হাসান। সভায় পুলিশ সুপার সকলকে এক হয়ে জনসেবা মূলক কাজ করার বিভিন্ন দিক নির্দেশনা দেন। এ সময় দায়িত্ব পালনে বিশেষ অবদানের জন্য পুরস্কার বিতরণ করা হয়। দায়িত্ব পালনে শ্রেষ্ঠত্ব অর্জন করায় এসআই নির্বাচিত করে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দিয়ে তাদেরকে উৎসাহিত করা হয়। কল্যাণ সভায় যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিতোষ বিশ্বাসকে ক্রেস্ট ও নগদ অর্থ তার হাতে তুলে দিয়ে পুরস্কৃত করা হয়। এছাড়া রেলওয়ে পুলিশের এসআই বিকাশ কর্মকারকে ও এএসআই শহিদুল ইসলামকে শ্রেষ্ঠ এসআই ও এএসআইদের মাঝে নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দিয়ে তাদেরকে উৎসাহিত করে পুরস্কৃত করা হয়। তাদেরকে পুরস্কার তুলে দেন খুলনা জেলার রেলওয়ে পুলিশ সুপার মোঃ রবিউল হাসান ।এছাড়াও এসআই মাসুদকে ভালো কাজে স্বীকৃতি স্বরূপ নগদ অর্থ দিয়ে তাকে পুরস্কৃত করা হয়।