মনিরামপুরে যথাযথা মর্যাদায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মদিন পালন


Sarsa Barta প্রকাশের সময় : জানুয়ারি ২১, ২০২৫, ৯:০১ পূর্বাহ্ণ /
মনিরামপুরে যথাযথা মর্যাদায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মদিন পালন
প্রবীর কুমার মন্ডল,মনিরামপুর(যশোর)  প্রতিনিধি : যশোরের মনিরামপুরে  বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মদিন যশোরের মনিরামপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে দলিয় কার্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আলহাজ্ব শহীদ মোঃ ইকবাল হোসেন। পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারন সম্পাদক আবদুল হাই, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মকবুল ইসলাম, খান শফিয়ার রহমান, সদর ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক, আসাদুজ্জামান রয়েল, ফারুক হোসেন, মোনায়েম মোড়ল, কামরুজ্জামান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওলিয়ার রহমান, পৌর ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান মুক্তার হোসেন , আব্বাস আলী, প্রমুখ।
পরে শহীদ জিয়ার রূহের মাগফিরাত কামনায় মাওলানা হেলাল উদ্দিগনের পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।