

ত্রয়োদশ জাতীয় সংসদ সামনে রেখে বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী নিজ নিজ আসনে প্রচার-প্রচারণা চালাচ্ছে। দলীয় মনোনয়ন পেতে চালাচ্ছেন জোর প্রচেষ্টাও। একাধিক প্রার্থী সরব থাকায় দ্বিধাবিভক্ত স্থানীয় নেতাকর্মীরা, কোন্দলে জড়িয়ে পড়ছেন তারা। যা নির্বাচনে বিএনপিকে ব্যাকফুটে ফেলে দিয়েছে। যদিও বিএনপি প্রত্যেক আসনে একক প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে এবং দলীয় প্রার্থীর বাইরে কেউ নির্বাচনে অংশগ্রহণ করলে কঠোর শাস্তির বিষয়ে সতর্কও করে দেয়া হয়েছে।
এ লক্ষ্যে বিভাগভিত্তিক প্রতিটি আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাথে মতবিনিময় করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল রোববার রংপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, কুমিল্লা ও ফরিদুপুর বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের ডাকা হয়েছিল গুলশনে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে। সেখানে লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হন। এছাড়া উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ ও ডা. এজেডএম জাহিদ হোসেন। আজ সোমবার একইভাবে মতবিনিময় করবেন খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের প্রার্থীদের সঙ্গে।
বিএনপি সূত্র জানায়, গতবছরের ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর নির্বাচন সামনে রেখে প্রতিটি আসনে মনোনয়ন প্রত্যাশিদের নিজ নিজ আসনে জনগণের পাশে দাঁড়াতে এবং তাদের জন্য কাজ করার নির্দেশনা দিয়েছিলেন তারেক রহমান। এই সময়ে নিজেদেরকে যোগ্য ও জনপ্রিয় প্রমাণের সুযোগ করে দেয়া হয়েছিল। তাদের মধ্য থেকে কারা বিগত দিনে দল, দলের নেতাকর্মীদের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন এবং এলাকার মানুষের মাঝে জনপ্রিয়তা অর্জন করতে পেরেছেন তা জানতে একাধিক টিমের মাধ্যমে যাচাই-বাছাই করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই।
তবে বেশিরভাগ আসনেই একাধিক যোগ্য ব্যক্তির তালিকা পৌঁছেছে তারেক রহমানের কাছে। সেই তালিকা পেয়ে তিনি চলতি মাসের শেষে কিংবা আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যেই জোটের আসন বাদ রেখে বাকী আসনগুলোতে প্রাথমিকভাবে চূড়ান্ত মনোনয়নপ্রাপ্তদের তালিকা প্রকাশ করতে চান। তার আগে মনোনয়ন প্রত্যাশী সকলের সঙ্গে মতবিনিময় করে দিচ্ছেন দিকনির্দেশনা।
মতবিনিময় সভায় উপস্থিত একাধিক প্রার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সঞ্চালনায় সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল ও দেশের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে বলেছেন। তিনি দেশ, গণতন্ত্র, দলের জন্য সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাদের পরিবার এবং বিএনপি নেতাকর্মীদের ত্যাগের কথা স্মরণ করিয়ে দেন। ঐক্যবদ্ধ না থাকলে সামনে বিপদ আসনে পারে সেটিও স্মরণ করিয়ে দেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বক্তব্যে দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও আগামী দিনের কঠিন সময় নিয়ে আবেগঘন বক্তব্য রাখেন।
তিনি বলেন, প্রতিটি আসনেই বিএনপির একাধিক ব্যক্তি আছেন যারা যোগ্য ও জনপ্রিয়। কিন্তু একটি আসনে একজনই মনোনয়ন পাবেন। তাই যাকে মনোনয়ন দেয়া হবে দলের সকলে মিলে তার জন্য কাজ করতে হবে। কারণ ৫ আগস্টের পর অনেক অদৃশ্য শক্তি ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সামনে অনেক কঠিন সময় পাড়ি দিতে হবে। এই সময়ে যদি সকলে ঐক্যবদ্ধ না থাকে তাহলে বিপর্যয় হতে পারে। সেটি কারো জন্যই মঙ্গলজনক হবে না।
সভা সূত্রে আরো জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সতর্ক করে দেন মনোনয়ন নিয়ে যেন কোনভাবেই দলের মধ্যে কোন ধরণের বিভেদ সৃষ্টি না হয়। যিনি মনোনয়ন পাবেন তিনিও যেন নিজেকে নির্বাচিত না ভাবেন। যারা মনোনয়ন পাবেন তারা ছুটে যাবেন যারা মনোনয়ন পাবেন না তাদের কাছে। তাদেরকে সাথে নিয়েই কাজ করতে হবে। আর যারা মনোনয়ন পাবেন না তারাও ঐক্যবদ্ধভাবে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে সর্বোচ্চ ভূমিকা রাখবেন। কারণ দল বিজয়ী হলে সকলকে তার যোগ্যতা অনুযায়ী যেকোন স্থানে কাজ করার সুযোগ হবে, কিন্তু দলের যদি বিপর্যয় হয় তাহলে সকলেই ক্ষতিগ্রস্ত হবেন।
বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগাঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, ‘দল যাকেই মনোনয়ন দিক তার পক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে নির্দেশ দিয়েছেন তারেক রহমান। সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। কোনো বিবেধ সৃষ্টি করা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। আর কেউ সহযোগিতা না করলে তার ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে। আমার কাছে মনে হয়, এই বৈঠকটি ছিলো খুবই গুরুত্বপূর্ণ। যাতে মনোনয়ন প্রত্যাশীরা মানসিকভাবে প্রস্তুতি নিতে পারেন।’
বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সকলকে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন।
যুবদলের যুগ্ম সম্পাদক কামাল আনোয়ার আহম্মেদ বলেন, নির্বাচনী আসনে দলীয় প্রার্থীর সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
জানা যায়, অক্টোবরের মাঝামাঝি থেকে সারা দেশের বিভিন্ন আসনের সম্ভাব্য প্রার্থী ও মনোনয়ন প্রত্যাশীদের ডেকে এনে কথা বলেন দলের স্থায়ী কমিটির কয়েকজন সদস্য। তার মধ্যে ছিলেন ডা. এ জেড এম জাহিদ হোসেন, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদসহ সংশ্লিষ্ট বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরা।
সম্প্রতি সিলেট বিভাগ ও বগুড়া জেলার মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক করেন বিএনপির শীর্ষ নেতারা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেন। বৈঠকে মনোনয়নপ্রত্যাশীদের অনেকে নিজেদের রাজনৈতিক কর্মকান্ড মহাসচিবের কাছে উপস্থাপন করেন। বিএনপি মহাসচিব বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কিছু বার্তা মনোনয়নপ্রত্যাশীদের জানিয়ে দেন। তিনি বলেছেন, একাধিক জরিপের মাধ্যমে দল সবচেয়ে জনপ্রিয় প্রার্থীকেই বাছাই করবে। সর্বাধিক গ্রহণযোগ্য নেতাকেই দল মনোনয়ন দেবে। কেউ যদি দলকে ক্ষতিগ্রস্ত করে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেন, তাঁর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। মোট কথা, সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ গত শুক্রবার সাংবাদিকদের জানান, ‘চলতি মাসের মধ্যেই বিএনপির পক্ষ থেকে প্রায় ২০০ আসনের সম্ভাব্য একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেওয়া হবে। সেই প্রক্রিয়ায় আছে বিএনপি। যাতে নির্বাচন মাঠে প্রার্থী হিসেবে তারা কাজ করতে পারেন।’ তিনি আরো বলেন, ‘আমরা সমঝোতা ও আলাপ-আলোচনার মধ্য দিয়ে একক প্রার্থী নির্ধারণ করতে পারবো। এরপরও যদি কেউ দলের শৃঙ্খলা ভঙ্গ করে, তাহলে সাংগঠনিকভাবে যে ব্যবস্থা নেয়া হয়, তা নেয়া হবে।’
দলটির স্থায়ী কমিটির একাধিক সদস্য জানান, প্রতিটি আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশীদের প্রতিযোগিতাকে ইতিবাচক হিসেবেই দেখছে দলটি। তবে তাদের মধ্যে থেকে বিগত দেড় দশকের আওয়ামী ফ্যাসিবাদবিরোধী লড়াই-সংগ্রামে যারা হামলা, মামলা, নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন, স্থানীয় নেতাকর্মীদের পাশে ছিলেন এবং ভোটারদের কাছে যার গ্রহণযোগ্যতা বেশি রয়েছে এমন প্রার্থীকেই মনোনয়ন দিতে চান শীর্ষ নেতারা।
এ লক্ষ্যে দলের বাইরে একাধিক টিম গঠন করে প্রার্থীদের সম্পর্কে তথ্য সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই তথ্য এবং দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম পরিচালনার অভিজ্ঞতার আলোকে প্রতিটি আসনে প্রাথমিক প্রার্থী চূড়ান্ত করছেন তিনি।
আপনার মতামত লিখুন :