ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ইংরেজি মাধ্যমের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মাহতাব রহমান (১৫) মারা গেছে। এ নিয়ে এই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২ জনে।বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা ১টা ৫০ মিনিটের দিকে মাহতাব রহমান মারা যায়।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, “মাহতাবের শ্বাসনালীসহ শরীরের ৮৫ শতাংশ দগ্ধ হয়েছিল। আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় সে মারা গেছে।” মাহতাবের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলায়। বাবা মিনহাজুর রহমান। উত্তরায় পরিবারের সঙ্গে থাকত সে।
পরিবার সূত্রে জানা গেছে, বাবার সঙ্গে স্কুলে যাতায়াত করত মাহতাব। স্কুল ছুটির ১০-১৫ মিনিট আগে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে ওই স্কুলের অনেক শিক্ষক-শিক্ষার্থী হতাহত হয়। এ সময় অভিভাবকরা তাদের সন্তানদের খুঁজে পেতে ছোটাছুটি করতে থাকেন। এ সময় মাহতাব রহমানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বার্ন ইউনিটে নিয়ে যায় সেনাবাহিনীর সদস্যরা। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিউইতে নেওয়া হয়।
নিহতদের মধ্যে এখনো ছয় জনের পোড়া লাশ শনাক্ত করা যায়নি। ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের শনাক্ত করার জন্য নিখোঁজ পরিবারের সদস্যদের যোগাযোগ করতে বলা হয়েছে।
আপনার মতামত লিখুন :