উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় আজ (২৫ জুলাই, শুক্রবার) বাদ জুমা দেশের সব মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। এছাড়াও, অন্যান্য ধর্মীয় উপাসনালয়গুলোতেও সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের সমন্বয় শাখার সিনিয়র সহকারী সচিব আজম উদ্দিন তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (২৪ জুলাই) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে সারাদেশে এই বিশেষ কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়। পরবর্তীতে ধর্ম মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণপূর্বক এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
উল্লেখ্য, গত সোমবার দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুলের একটি ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত হয়েছেন অনেকে।
আপনার মতামত লিখুন :