মাওলানা মোঃ নুরুল ইসলাম সভাপতি, মোঃ আবদুল মালেক সেক্রেটারী


Sarsa Barta প্রকাশের সময় : অক্টোবর ২৭, ২০২৪, ৮:০২ অপরাহ্ণ /
মাওলানা মোঃ নুরুল ইসলাম সভাপতি, মোঃ আবদুল মালেক সেক্রেটারী

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ শাখা সভাপতি হাফেজ মুহাম্মদ জয়নুল আবেদীন বলেছেন, শেখ হাসিনার পদত্যাগের দালিলিক প্রমাণ নেই বলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু সাহেব পুরো দেশবাসির সাথে প্রকাশ্যে মিথ্যাচার করেছেন এবং সেই সাথে তিনি তার প্রকাশ্য গোপনীয় শপথ ভঙ্গ করেছেন। রাষ্ট্রের অভিভাবক হিসেবে প্রকাশ্য মিথ্যাচার ও শপথ ভঙ্গ করে তিনি আর তার পদে থাকতে পারে না। অবিলম্বে আমরা তার পদত্যাগ দাবি করছি।

শনিবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের দোহার থানা শাখার মজলিশে শুরা অধিবেশনেপ্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। থানা আহবায়ক হাফেজ মাওলানা জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব হাজী মোঃ শাহীন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত শুরা অধিবেশনে গুরুত্বপূর্ণ বক্তব্য ও মতামত দেন শুরা সদস্যবৃন্দ।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঢাকা জেলা দক্ষিণের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মোহাম্মদ হানিফ মিয়া ও সহ সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সুলতান আহমদ খান। বক্তব্য রাখেন,মাওলানা মোঃ আব্দুর রহিম, মাওলানা মোঃ ইলিয়াস হোসাইন, মুফতী নুরে আলম সিদ্দিকী।

উক্ত শুরা অধিবেশনেই উপস্থিত শুরা সদস্যদের গোপন ভোটের মাধ্যমে দোহার থানা শাখার সভাপতি হিসেবে আলহাজ্ব হাফেজ মাওলানা মোঃ নুরুল ইসলাম সভাপতি ও সেক্রেটারী হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ আবদুল মালেক। শুরা অধিবেশনে নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে তা নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।