মোঃ সাজ্জাদ হোসেনঃ
১৫ অক্টোবর ২০২৫, মঙ্গলবার - “বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষে মাগুরায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, মাগুরার পক্ষ থেকে তিনজন দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে তিনটি স্মার্ট সাদা ছড়ি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ জাকির হোসেন, এবং স্বাগত বক্তব্য প্রদান করেন মোঃ বাবলুর রহমান, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, মাগুরা।
দিবসটি উপলক্ষে আয়োজিত র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভায় বক্তারা দৃষ্টি প্রতিবন্ধীদের স্বাবলম্বী করে তুলতে আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা ও সামাজিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।