আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হেলমেট পরে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরসের খোরাক হয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলী নিয়ে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এই পোস্টে অধিকাংশই হা হা রিঅ্যাক্ট দিয়েছেন।
ছবিতে কালো কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে দুই ছাত্রলীগ কর্মীর শরীরের উন্মুক্ত অংশ। আওয়ামী লীগের পেজের পোস্টটি শেয়ার করে ট্রল করছেন নেটিজেনরা।
ফেসবুকে শেয়ার করে অনেকেই বলছেন, এখনো গণহত্যায় ব্যবহৃত হেলমেট ছাড়তে পারেনি আওয়ামী লীগ। হেলমেট পরে শ্রদ্ধাঞ্জলী দেওয়া মাতৃভাষা আন্দোলনের শহীদদের অবমাননা বলেও মন্তব্য করেন অনেকে। তীব্র সমালোচনার মুখে ৮ ঘণ্টার মাথায় পোস্টটি আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে সরিয়ে নেওয়া হয়।
একই পেজে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পুস্পস্তবক অর্পণের একটি ছবি শেয়ার করা হয়। এই ছবিতে শ্রদ্ধার্ঘ অর্পনকারীদের ছবি ব্লার করে দেওয়া হয়। অন্যদিকে যশোর জেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের ৭ কর্মী একটি গাছের ঢাল হাতে ব্যানার নিয়ে শহীদ মিনারে দাঁড়িয়ে জয় বাংলার স্লোগান দিয়ে চলে যায়। এটিকেও শ্রদ্ধাঞ্জলি বলে প্রচার করে আওয়ামী লীগের ফেসবুক পেজ। যা নিয়েও হাস্যরসে মাতেন নেটিজেনরা।
শাহরিয়ার সজীব নামে একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, গোপালগঞ্জের মত স্থানেও যদি হেলমেট পড়ে শ্রদ্ধা দিতে হয় তাহলে এই দলের অস্তিত্বের সম্পর্কে আমার কিছু বলার নাই !!
এর আগে ১৮ ফেব্রুয়ারি পূর্বঘোষিত হরতাল কর্মসূচি ছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগের। গণহত্যা চালিয়ে হাসিনার ভারত পালানোর পর আওয়ামী লীগের এটা ছিল দ্বিতীয় হরতাল। অথচ রাজধানী ঢাকাসহ সারাদেশের সাধারণ মানুষ তা টেরই পায়নি। জনরোষ থেকে বাঁচতে বিদেশ পালিয়ে গেছে দলটির বেশিরভাগ শীর্ষ নেতা। দেশে থাকা বাকি নেতাকর্মীরাও রয়েছে আত্মগোপন। এমন অবস্থায় গায়েবি কর্মসূচি দিয়ে ফেসবুকে ট্রলের শিকার হয় ফ্যাসিস্টরা।
জানা যায়, হরতালের আগের দিন রাতে মানুষ মধ্যরাতে যখন গভীর ঘুমে নিমগ্ন তখন হাস্যকর এই কর্মসূচি পালন করা হয়।তাই কেউ টেরই পাননি যে দেশের কোথাও হরতাল কর্মসূচি পালিত হয়েছে। তবে ফেসবুকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পোস্ট দেখে কেউ কেউ বুঝতে পারেন নিশিরাতের ভোটের মতোই আগের রাতেই হরতাল কর্মসূচি পালিত হয়ে গেছে। সাতক্ষিরার মেটেপথে মিছিলে দেখা যায়, সন্ত্রাসী ও জঙ্গি স্টাইলে ৬ জন মানুষ বোরকা পরে মুখ সম্পূর্ণ ঢেকে মশাল নিয়ে মিছিল করছেন।
আপনার মতামত লিখুন :