ভাষার গান
।। সালাম গফফার ছন্দ।।
মাতৃভাষা বাংলা ভাষা রাষ্ট্র ভাষা চাই
মায়ের ভাষা বাংলা ভাষা রাষ্ট্র ভাষা চাই,
এই ভাষাতেই কথা বলে শান্তি মনে পাই-
মাতৃভাষা বাংলা ভাষা রাষ্ট্র ভাষা চাই ।।
ভাষার লাগি তোমরা দিলে রক্ত রাঙা খুন
ভাইরা আমার সুখে থাক গাইযে তোদের গুন,
দিকে দিকে ফুল ফুটেছে আমরা খুশি তাই।।
মায়ের ভাষা বাংলা এখন বিশ্ব বাসীর মুখে
মনে প্রাণে যায় ছড়িয়ে পরশ বুলায়ে সুখে,
বিশ্ববাসী তাইত আজি তোদেরই গুণ গায়।।
* (গানটি ১৯৬৭ সালে ৭ম শ্রেণীতে পড়াশুনা করা কালীন সময়ে ভাষা শহীদদের স্মরণে লেখা)
আপনার মতামত লিখুন :