

নিজস্ব প্রতিবেদকঃ ডুমুরিয়া থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, সাধারণ নাগরিকদের উদ্দেশ্যে এ কথা বলেন, আরো বলেন আপনাদের জন্য আমার অফিস সব সময় উন্মুক্ত। যে কোন প্রয়োজনে চলে আসবেন আমার অফিসে।
উক্ত অনুষ্ঠানে ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। থানা এলাকায় বসবাসরত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের দৈনন্দিন আইন শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা পুলিশ সুপার মহোদয়ের নিকট তুলে ধরেন। পুলিশ সুপার মহোদয় সকল সমস্যা সমাধানের আশ্বাসের পাশাপাশি মাদক ও অস্ত্রের বিরুদ্ধে অভিযান পরিচালনায় সকল সুধী জনের সার্বিক সহযোগিতা চান।
সভা শেষে পুলিশ সুপার থানায় কর্মরত অফিসার এবং ফোর্স এর উদ্দেশ্যে আগামী সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে করতে আইন শৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন জনাব এস, এম, আল-বেরুনী, অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ; জনাব মোঃ খাইরুল আনাম, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার, বি-সার্কেল; জনাব কামাল হোসেন, অফিসার ইনচার্জ ডুমুরিয়া থানা সহ প্রিন্ট ইলেকট্রিক মিডিয়া সাংবাদিক ও সুধীবৃন্দ।
আপনার মতামত লিখুন :