মানবিক সমাজসেবক হাবিবুর রহমান হাবিব 


Shohel Rana প্রকাশের সময় : জুলাই ৯, ২০২৫, ৭:৩৫ অপরাহ্ণ /
মানবিক সমাজসেবক হাবিবুর রহমান হাবিব 

নিজস্ব প্রতিবেদকঃ মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ চিরন্তন এই বাণী শোনা যায় প্রায়। কিন্তু এর মর্মবাণী ধারণ করেন খুব কম সংখ্যক মানুষই। একটা সময় দানবীর, সমাজসেবী মানুষের উৎসাহে, অর্থায়নেই এগিয়ে যেতো একেকটি গ্রাম, মহল্লা কিংবা অঞ্চল। কিন্তু মানুষের কর্মব্যস্ততা,অর্থের প্রতি অতিরিক্ত লিপ্সা এখন দূরে ঠেলে দিয়েছে মানবিক কর্মকান্ড থেকে। তারপরও নানা সময় অনেকেই সমাজের, মানুষের কল্যাণে, দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসেন নিজ থেকেই।

এমনই একজন যশোর জেলার ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের নারাঙ্গালী গ্রামের কৃতী সন্তান হাবিবুর রহমান (হাবিব)। তিনি ওই গ্রামের ইজ্জত আলী মোড়লের ছেলে ও ঝিকরগাছা এস,কে ডায়াগনষ্টিক সেন্টার এন্ড ক্লিনিকের পরিচালক এবং  সৃ‌ষ্টির সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি হয়েও কাজ করে যাচ্ছেন এলাকার মানুষের কল্যাণে। দরিদ্র পরিবারের মেয়েদের বিয়ের ব্যবস্থা, দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান, শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ, অসহায়-দুঃস্থদের পাশে দাঁড়িয়ে দুঃখ-কষ্টের ভাগিদার হওয়ার চেষ্টা করছেন তিনি।

নারাঙ্গালী গ্রামের বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, হাবিবুর রহমান হাবিব গ্রামের অসহায়-দুঃস্থ মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব অর্থায়নে দীর্ঘদিন যাবৎ প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করছেন। এবং গরীব ছাত্রদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে সহযোগিতা করছেন। উচ্চ-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য উৎসাহ যোগাচ্ছেন।

তার সামাজিক উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রমে মুগ্ধ হয়ে এলাকার অনেকেই বলেন, হাবিবুর রহমান হাবিব  নিঃস্বার্থ ও পরোপকারী ব্যক্তি। এবং মানবতার ফেরিওয়ালা। আমরা চাই তাকে দেখে সমাজের আরও মানুষ উৎসাহিত হোক এবং এরকম সামাজিক উন্নয়নমূলক কাজে সকলের সহযোগিতায় এগিয়ে আসুক।

হাবিবুর রহমান হাবিব বলেন,আমার স্বপ্ন দেশ ও জাতির কল্যাণে কাজ করা। যতদিন বেঁচে থাকবো ততোদিন অসহায় মানুষের পাশে থাকতে চাই।  সমাজসেবা ও পরিবেশ রক্ষায় কাজ করে যেতে চাই।পরিবেশ ও মানুষের জীবন মান উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে। সামাজিক কর্মকান্ড চালিয়ে যাওয়ার জন্য এলাকাবাসী ও দেশবাসীর কাছে দোয়া চাই।