এখনো চূড়ান্ত বিজয় আসেনি। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারলেই চূড়ান্ত বিজয় আসবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার। রবিবার বেলা আড়াইটার দিকে মাদারীপুরে জাতীয়তাবাদী সামাজিক সংস্থা (জাসাস)-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আনিসুর রহমান খোকন তালুকদার বলেন, ‘দীর্ঘ ১৭ বছর দেশে গণতন্ত্র ছিল না। পরে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় নতুন গণতন্ত্রের দিকে দেশ এগিয়ে যাচ্ছে। এখানে অনেকের অবদান রয়েছে। যারা রক্ত, শ্রম, সময়, অর্থ দিয়ে এবং লেখনী দিয়ে এ আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছে, তাদের সবারই অবদান রয়েছে। তাই নিজেদের মধ্যে কোনো ভেদাভেদ রাখা যাবে না। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নতুন সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।’
তিনি এ সময় আগামীতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে এগিয়ে আসার অনুরোধ জানান।জাসাসের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদারীপুর জেলা শাখার পক্ষ থেকে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা জাসাসের আহ্বায়ক শাহ মো. এশরারুল হক নিলু।
প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় জাসাসের সদস্য সচিব জাকির হোসেন রোকন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় জাসাসের যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী, সদস্য শফিকুল হাসান রতন, শাহ মো. বিল্লাল হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ এবং সদস্য সচিব জাহান্দার আলী জাহান। সভা পরিচালনা করেন জেলা জাসাসের সদস্য সচিব মঞ্জুরুল ইসলাম শহীদ। এ সময় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।