ইয়েমেনের হুথি বিদ্রোহী আন্দোলন আনসার আল্লাহ ইয়েমেনের আকাশে একটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ধ্বংস করেছে, গোষ্ঠীর মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেছেন।
‘আমাদের বিমান প্রতিরক্ষা বাহিনী মারিব গভর্নরেটের আকাশে একটি প্রতিকূল অভিযান পরিচালনাকারী একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন গুলি করে ভূপাতিত করেছে,’ মুখপাত্র হুথি-নিয়ন্ত্রিত আল মাসিরাহ টিভি চ্যানেলকে বলেছেন।
ইয়েমেনের বিরুদ্ধে চলমান মার্কিন আগ্রাসনে কয়েক ডজন বেসামরিক লোক হতাহত হয়েছেন। হুতিরা দেশীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে দেশটির মারিব গভর্নরেটের আকাশে মার্কিন ড্রোনটিকে আঘাত করে বলে জানান সারি।
২০২৩ সালের শেষের দিকে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে প্রতিবাদ হিসেবে হুতি যোদ্ধারা এই নিয়ে যুক্তরাষ্ট্রের ১৬টি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল।
ইয়াহিয়া সারি জোর দিয়ে বলেন, লোহিত সাগর ও আরব সাগরে ইসরায়েল এবং দেশটির সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোর চলাচলে বাধা অব্যাহত রাখা হবে। গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ফিলিস্তিনি জনগণকে সমর্থন দিতে হুতিদের দৃঢ় অবস্থান তিনি আবারও স্পষ্ট করেন।
ইয়েমেনে অব্যাহত মার্কিন আগ্রাসনের বিষয়ে তিনি বলেন, আগামী দিনে শত্রুপক্ষের জাহাজের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক অভিযান চালানোর ক্ষেত্রে প্রতিরোধ যোদ্ধারা দ্বিধা করবে না।
আপনার মতামত লিখুন :