মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে দেশটি। কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
ফেসবুক পোস্টে জানানো হয়, ‘বাংলাদেশ সরকারের ধারাবাহিক ও নিরবচ্ছিন্ন কূটনৈতিক প্রচেষ্টার ফলে মালয়েশিয়ার সরকার বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ বিষয়ে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ থেকে সংশ্লিষ্ট দপ্তরসমূহে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে।
এতে আরও বলা হয়, বাংলাদেশ সরকারের ধারাবাহিক ও নিরবিচ্ছিন্ন কূটনৈতিক প্রচেষ্টার ফলশ্রুতিতে মালয়েশিয়ার সরকার বাংলাদেশী কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ বিষয়ে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ থেকে সংশ্লিষ্ট দপ্তরসমূহে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে।
পরে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল নিজের ফেসবুকে লাইভে এসে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গত মে মাসে আমরা যখন মালয়েশিয়াতে সফর করেছিলাম, তখন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমাদের বৈঠকের সময় তাকে জানায়, অন্য দেশের কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেয়া হলেও বাংলাদেশিদের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেয়া হয়। উনি খুব অবাক হয়ে বৈঠকে থাকা দেশটির কর্মকর্তাদের কাছ থেকে বিষয়টি নিশ্চিত হন। পরে তিনি বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। দীর্ঘ অপেক্ষার পর আমরা মাল্টিপল এন্ট্রি ভিসা দেয়ার বিষয় অফিসিয়ালি কনফার্ম হয়েছি।
আপনার মতামত লিখুন :