মালয়েশিয়ার পিনাংস্থ জর্জ টাউনে মসজিদ বাঙ্গালীতে মুসলিম কমিউনিটি অব বাংলাদেশ পিনাং (২০১১) এর উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রবাসীদের বাঙ্গালীদের মিলন মেলায় পরিণত হয়।
মালয়েশিয়ায় কর্মরত বিভিন্ন ডিষ্ট্রিক্ট থেকে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরা প্রতি বছরের ন্যায় এবারও ইফতার মাহফিলে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সংগঠনের সভাপতি বিশিষ্ট্য প্রবাসী ব্যবসায়ী মো. মোশাররফ হোসেন রিপনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা পিনাংস্থ বাংলাদেশি বংশোদ্ভূত আঁকুন নাজী হারুনার রাশিদ (মনির)।
পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়ায় ইফতার মাহফিলে স্বাগত বক্তব্যে সংগঠনের সভাপতি মোশাররফ হোসেন রিপন জর্জ টাউস্থ ওয়াকফকৃত জমিতে ১ মিলিয়ন রিংগিট ব্যয়ে বাঙ্গালী মাদরাসা নির্মাণ সংক্রান্ত অগ্রগতির বিষয়সমূহ তুলে ধরেন।
তিনি আশাবাদ ব্যক্ত করেন যে পিনাংস্থ মালয়েশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে গত ১৩ জানুয়ারি প্রস্তাবিত তিন তলা বাঙ্গালী মাদরাসা নির্মাণের প্লান জমা দেয়া হয়েছে। তিনি আরো জানান, চলতি বছরের মধ্যেই প্রস্তাবিত আধুনিক বাঙ্গালী মাদরাসা নির্মাণ কাজ উদ্বোধন করা সম্ভব হবে ইনশাআল্লাহ। উপস্থিত মাহফিলে প্রবাসী ব্যবসায়ী মো. আব্দুল কাইয়ূম (মিজান) প্রস্তাবিত বাঙ্গালী মাদরাসা নির্মাণে ৫০ হাজার রিংগিট দানের ঘোষণা দিলে সবাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে তাকে মোবারক বাদ জানান।
এতে প্রবাসী নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মো. ফারুক হোসেন স্মরণ, মো.শাহা খান, প্রবাসী ব্যবসায়ী মো. মমিন, অ্যাডভোকেট ফারাহ আঁকুন নাজী , শুকুর ইলিয়াস ও আব্দুল হক লস্কর। ইফতার মাহফিলে মাজলুম ফিলিস্তিনদের রক্ষা, মুসলিম উম্মাহ, মালয়েশিয়া এবং বাংলাদেশের সুখ শান্তি সমৃদ্ধি কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।