মীর বাবরজান বরুনের মৃত্যুতে নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল 


Shohel Rana প্রকাশের সময় : মে ২৬, ২০২৫, ১০:১৫ অপরাহ্ণ /
মীর বাবরজান বরুনের মৃত্যুতে নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল 

সোহেল রানাঃ যশোরের ঝিকরগাছার পানিসারা ইউনিয়নের পানিসারা গ্রামের মীর পরিবারের কৃতী সন্তান, আমেরিকা প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবক মীর বাবরজান কবির (বরুন) এর মৃত্যুতে নাগরিক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মে) বিকাল ৪টায় পানিসারার মীর সুরতজান মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করেন পানিসারা ইউনিয়নের সর্বস্তরের নাগরিকবৃন্দ।

শোকসভা ও দোয়া মাহফিলে মীর ফারুখ আহম্মেদ এর সভাপতিত্বে এবং মীর ফয়েজ আহম্মেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোর্তজা এলাহী টিপু। তিনি তার বক্তব্যে দলমত এর উর্ধ্বে থেকে যেকোনো অন্যায়ের প্রতিবাদ এবং সমাজসেবায় মীর বাবরজান বরুন এর অবদানের কথা স্মরণ করেন।

এছাড়াও বক্তব্য রাখেন, মীর বাবরজান বরুন এর ঘনিষ্ঠ বন্ধু, বাংলাদেশ ফুল ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রহিম, টাউরা গ্রামের কৃতি সন্তান শহিদুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক আতাউর রহমান, রঘুনাথনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুল বান্না, বেজিয়াতলা আলিম মাদরাসার শিক্ষক মিজানুর রহমান লাল্টু, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব ও সেবা সংগঠনের সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু, আবুল খায়ের, সাংবাদিক এম আর মাসুদ, রাকিব হোসেন, তপু মির্জা, ইউপি সদস্য মুকুল হোসেন, কবীর হোসেন, সোহরাব হোসেন সহ আরও অনেকে।

এসময় বক্তারা সমাজে মীর বাবরজান বরুনের অবদানের কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন। বাবরজান বরুন এর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল ওহাব। অনুষ্ঠানে ঝিকরগাছা উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে সবার মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।