মেট্রোরেলের দুর্ঘটনায় নিহতের পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল জারি আদালতের


Sarsa Barta প্রকাশের সময় : অক্টোবর ২৯, ২০২৫, ৮:০৫ অপরাহ্ণ /
মেট্রোরেলের দুর্ঘটনায় নিহতের পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল জারি আদালতের

গত সোমবার আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন হাইকোর্টে একটি রিট আবেদন করেন, যাতে মেট্রোরেল ও দেশের সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের গুণগত মান যাচাইয়ের জন্য একটি কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়। রিট আবেদনে উল্লেখ করা হয়, এসব বিয়ারিং প্যাডের নিরাপত্তা ও টেকসইতার মান নির্ধারণে বিশেষজ্ঞ কমিটির জরুরি প্রয়োজন আছে।

হাইকোর্ট মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে নিহত ব্যক্তির পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ না দেওয়ার কারণ জানতে রুল জারি করেছে। পাশাপাশি, মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থা এবং দুর্ঘটনার কারণ তদন্তের জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত।

বুধবার (২৯ অক্টোবর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

গত সোমবার আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন হাইকোর্টে একটি রিট আবেদন করেন, যাতে মেট্রোরেল ও দেশের সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের গুণগত মান যাচাইয়ের জন্য একটি কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়। রিট আবেদনে উল্লেখ করা হয়, এসব বিয়ারিং প্যাডের নিরাপত্তা ও টেকসইতার মান নির্ধারণে বিশেষজ্ঞ কমিটির জরুরি প্রয়োজন আছে।

এর আগে, ২৬ অক্টোবর রবিবার রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের নিচ দিয়ে হাঁটার সময় ওপর থেকে একটি বিয়ারিং প্যাড পড়ে পথচারী আবুল কালাম আজাদের মাথায় আঘাত হানে। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।