শাওন হুসাইন
বাবা ! আমি সুমাইয়া, প্রান্ত বলছি, বাবা ! আজ কত দিন হয় তোমাকে দেখিনা, চিরনিদ্রায় ঘুমায় গেছো বুঝি।বাবা তুমি আমাদের খুব অসুবিধায় ফেলে রেখে গেছো, মা ও কেমন হয়ে গেছে তোমার কথা ভেবে। বাবা! তুমি শুধু আমার বাবা ছিলেনা, তুমি ছিলে অত্র শার্শা থানার প্রতিটা মানুষের অভিভাবক, প্রতিটা মানুষের অন্তরে একজন প্রিয় মানুষ। তুমি ছাড়া যেন গ্রাম অচল।
একটা সময় ছিলো, একদিন, একবেলা এমনকি এক মুহুর্ত, তোমার সাথে দেখা না হলে শার্শার মানুষের ঘুম আসতো না। তোমার দেখা পেতো চায়ের দোকানে কিংবা রাস্তার কোন এক মোড়ে।
বাবা আজ তোমার স্থান এখনো শূন্য, হয়তো তোমার জায়গায় অন্য কাওকে পাবো, কিন্তু তোমাকে আর পাবো না। মহান সৃষ্টিকর্তার কাছে দু’হাত তুলে তোমার আত্মার চির শান্তি প্রার্থনা করি, আর করছি। প্রার্থনা করি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সর্বোচ্চ সম্মানিত স্থানে অধিষ্টিত করুন, আর সেখানেই যেন তোমার সাথে আবারও দেখা হয়। সে পর্যন্ত তুমি ভালো থেকো। আমিন।
“বাবা হারানোর বেদনা একমাত্র সেই জানে যে হারিয়েছে” সাবেক মেম্বর মরহুম শহিদুল ইসলাম ০২ নং লক্ষণপুর ইউনিয়ন, গত ২২ জানুয়ারি ২০২৫ দিবাগত রাত ২ টার দিকে ইন্তেকাল করেন।
আমরা সরসা বার্তা পরিবারের পক্ষ থেকে সবাই শোকাহত ও তাঁর আত্মার শান্তির মাফিরাত কামনা করি-আমিন।