প্রায় বছরখানেক আগে গত বছরের মার্চ মাসে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দায়ের করা মামলা থেকে রেহাই পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিশান চৌধুরী। সোমবার (১২ জানুয়ারি) শুনানি শেষে ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার এ আদেশ দেন।
গতকাল দিনটি মেহজাবীন ও আলিশানের জবাব দাখিলের জন্য আদালতে ধার্য ছিল। জবাব দাখিলের পর উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত তাদের মামলা থেকে অব্যাহতির আদেশ দেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী তুহিন হাওলাদার।
ধার্য তারিখ মোতাবেক আদালতে জবাব দাখিল করেন মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরী। এসময় আদালত মামলার বাদীর নাম ধরে একাধিকবার ডাকলেও তিনি আদালতে উপস্থিত হননি। পরে মেহজাবীনের আইনজীবী শুনানি শুরু করলে আদালতে উপস্থিত হন বাদী। কাঠগড়ায় দাঁড়িয়ে মামলার বাদী আমিরুল ইসলাম আদালতকে বলেন, মামলা দায়েরের পর থেকে আসামিদের পক্ষ থেকে আমাকে হুমকি দেয়া হচ্ছে। আমার বাড়িতে আক্রমণ করা হয়েছে।
পরে আদালত তাকে জিজ্ঞেস করেন, মেহজাবীন চৌধুরী কি আপনাকে হুমকি দিয়েছেন? তিনি বলেন, না। আদালত তাকে আবার জিজ্ঞেস করেন, তার ভাই কি হুমকি দিয়েছেন? জবাবে বলেন, না। পরে আদালত মেহজাবীন চৌধুরীকে জিজ্ঞেস করেন, আপনি কি তাকে হুমকি দিয়েছেন? উত্তরে মেহজাবীন বলেন, "না। আমরা উনাকে চিনি না। কখনো দেখাও হয়নি। উনি কোনো প্রমাণও দিতে পারেননি।"
এসময় বিচারক আবার জিজ্ঞেস করেন, এর মানে আপনি তাকে কোনো হুমকি দেননি? মেহজাবীন বলেন, "প্রশ্নই উঠে না।"
পরে শুনানি শেষে ২৭ লাখ টাকা আত্মসাৎ ও হত্যার হুমকির মামলা থেকে মেহজাবীন চৌধুরী ও তার ভাইকে অব্যাহতি দেন আদালত।