হাজী সাইফুল ইসলাম মেহেরপুর জেলা প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে ১শ'৫০ বোতল ফেন্সিডিলসহ আবু হানিফ (৩৩) নামের এই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ । শুক্রবার ভোরে তাকে আটক করে। আটককৃত আবু হানিফ ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার নিগুয়ারী গ্রামের আবু তাহেরের ছেলে ।
গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান গাংনী উপজেলাধীন রামনগর এলাকা দিয়ে কাভার্ডভ্যানে কে করে মাদক পাচার হচ্ছে ( গাড়িটি লাইসেন্স নাম্বার ঢাকা মেট্রো-১৪-৪২২৫) এমনি গোপন সংবাদের ভিত্তিতে ভবানীপুর ক্যাম্প ইনচার্জ এসআই জহির রায়হানের নেতৃত্বে এএসআই আশরাফ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে আবু হানিফকে আটক করে। এইসময় কাভার্ডভ্যানটি তল্লাশি চালিয়ে এর মধ্যে থেকে ১শ'৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ।