নিজস্ব প্রতিবেদকঃ যশোরের চৌগাছায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সাগর (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে চৌগাছা-মাসিলা গ্রামীণ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর মাসিলা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়,সাগর নিজ বাড়ি মাসিলা গ্রাম থেকে চৌগাছা যাওয়ার পথে একটি এপাচি আরটিআর মোটরসাইকেল যশোর – ল-১২-২৮০৮ নিয়ে রওনা দেন। পথে মজনুর মিয়ার বাড়ির সামনে পৌঁছালে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি কাঁঠাল গাছে ধাক্কা দেন। এতে তার বুকে গুরুতর আঘাত লাগে।
স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানকার চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন।
চৌগাছা থানার উপ-পরিদর্শক (নিঃ) মেহেদী হাসান মারুফ ঘটনাস্থল পরিদর্শনের জন্য রওনা হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :