নিজস্ব প্রতিবেদকঃ যশোরের ঝিকরগাছা উপজেলা মোড়ে অবস্থিত মোর্শেদ এন্ড ব্রাদার্স তেল পাম্পে তেল কম দেওয়ার অভিযোগ উঠেছে। যদিও তাদের বিরুদ্ধে মাপে কম দেওয়া, তেলে ভেজাল দেওয়া, তেলের মিটারে কারসাজি করা, তেল চুরি করার জন্য মেশিন ঢেকে রাখাসহ আরও অনেক অভিযোগ আগে থেকেই আছে।
শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১০ টায় ২০০ টাকার তেল কিনে মাত্র ২১ কিমি পথ অতিক্রম করতেই তেল ফুরিয়ে যাওয়ার অভিযোগ করেন আমিনুর রহমান নামের এক ব্যক্তি। তিনি এ সম্পর্কে ফেসবুকে লেখেন, “ঝিকরগাছা উপজেলা মোড় তেল পাম্প থেকে ২০০ টাকার পেট্রোল ভরে ২১ কিলো চললো, ঘটনা কি? আইন কি এদের চোখে দ্যাখেনা? এই পোস্টের পরপরই সেখানে আরও অনেক ভুক্তভোগী কমেন্ট করে ঐ পাম্পের বিরুদ্ধে তাদের ক্ষোভের কথা লিখতে থাকেন।
আনামুল বাবু নামে একজন লিখেছেন, ভাই আমার ৫০০ টাকার তেল ভরে ৪৫ কিমি গেছে। জাহিদুল মোমিন নামের একজন কমেন্ট করেছেন, কিছুদিন আগে তৌহিদ নামে আমাদের এক বন্ধু ঐ পাম্প থেকে ২০০ টাকার তেল কিনে ৫ কিলোমিটার যেতেই গাড়ি বন্ধ হয়ে গিয়েছিল। এরপর রাতের বেলা আমরা ৪/৫ জন বন্ধু যেয়ে তীব্র প্রতিবাদ জানালে নতুন করে আবার ২০০ টাকার তেল দেয় এবং কথা দেয় আর কখনো এধরনের চুরি করবেনা। কিন্তু চোরে না শুনে ধর্মের কাহিনী।
এস এম শাকিল আহমেদ নামের একজন লিখেছেন, ওদের পেট্রোল মেশিনটা ঘোলা পলিথিন দিয়ে ঢাকা। আমি কয়েকবার গন্ডগোল করেছি তারপরও তারা কর্ণপাত করেনি। এর একটা প্রতিকার হওয়া খুবই জরুরী।
এ বিষয়ে জানতে চাইলে পেট্রোল পাম্পের ম্যানেজার মোঃ ফারুক হোসেন বলেন, গতকাল আমি ডিউটিতে ছিলাম না। আর এ বিষয়ে আমাকে কেউ জানায়নি। গতকাল যারা দায়িত্বে ছিলো তারা আজ নেই। তারা আসলে কি হয়েছে এটা আমি জেনে আপনাকে জানাবো।
এদিকে বারবার একই অভিযোগে অভিযুক্ত এই তেল পাম্পের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল।