ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়া নারী জ্যোতির লাশ ৩৬ ঘণ্টা পর উদ্ধার হলো


Sarsa Barta প্রকাশের সময় : জুলাই ২৯, ২০২৫, ১২:১৬ অপরাহ্ণ /
ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়া নারী জ্যোতির লাশ ৩৬ ঘণ্টা পর উদ্ধার হলো

গাজীপুরের টঙ্গীতে খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজ সেই নারীর লাশ ৩৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
এর আগে, গত রোববার (২৭ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় খোলা ম্যানহোলে পড়ে যান ওই নারী।

এরপর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। মৃত তাসনিম সিদ্দিকী জ্যোতি রাজধানীর মিরপুরে ১০নং সেক্টরে বসবাস করতেন। তিনি ওষুধ আমদানিকারক প্রতিষ্ঠান মনি ট্রেডিংয়ের সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলায় বলে জানা গেছে।