নিজস্ব প্রতিনিধি: যশোরে খোলাডাঙ্গায় ট্রাক হেলপার আসাদুল ইসলাম হত্যায় জড়িত দুই যুবককে আটক করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃতরা হলেন, খড়কি দক্ষিণপাড়ার আব্দুল লতিফের ছেলে এরফান হোসেন ও খড়কি বামনপাড়ার আরফান হোসেন বাবুর ছেলে এরফান হোসেন চৌধুরী ওরফে বিপ্লব ওরফে ভাগ্নে বিপ্লব।
(৯ নভেম্বর) শনিবার রাত ১০টার পর খড়কি এলাকায় ডিবি পুলিশের এসআই শেখ আবু হাসানের নেতৃত্বে যশোর জেলা গোয়েন্দা পুলিশের একটি আভিযানিক দল তাদের গ্রেফতার করে। রোববার আটককৃতদের আদালতে সোপর্দ করা হলে দুজনেই হত্যার সাথে জড়িত থাকার বিষয় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া তাদের জবানবন্দি গ্রহণ শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ডিবি পুলিশের এসআই শেখ আবু হাসান জানান, আদালতে দেয়া জবানবন্দিতে আসামিরা জানিয়েছেন আসাদুল ইসলামকে চোর হিসেবে সন্দেহ হয় তাদের। সেই সন্দেহের জেরেই চুরিকাঘাত করে হত্যা করা হয়। পরে আসামিরা পালিয়ে যান।
উল্লেখ্য, আসাদুল পেশায় ট্রাকের হেলপার ও দিনমজুর ছিলেন। গত (২ নভেম্বর) শনিবার সকালে আসাদুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় অজ্ঞাত আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন নিহতের পিতা শহরের খড়কি দক্ষিণ পাড়া শাহ আব্দুল করিম রোডের বাসিন্দা জহুরুল বিশ্বাস।
হত্যাকান্ডে ব্যবহৃত চাইনিজ কুড়াল আসামীদের পরিহিত পোশাক ও ব্রেসলেট জব্দ করেছে পুলিশ।
এ মামলার তদন্তে উঠে আসে ঘটনার সাথে জড়িত ছিলেন আটক দুই যুবক। গোপন সংবাদের ভিত্তিতে (৯ নভেম্বর) শনিবার রাতে তাদেরকে আটক করে আদালতে সোপর্দ করে পুলিশ। আদালত দুইজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।