

আব্দুল্লাহ হত্যার রহস্য উৎঘাটন ছবি: সাবা
যশোরের শার্শায় নিখোঁজের চার দিনপর ভ্যানচালক আবদুল্লাহর মরদেহ উদ্ধারের রহস্য উৎঘাটন করেছে ডিবি পুলিশ। একই সাথে প্রধান অভিযুক্ত প্রতিবেশী মুকুল, আসানুর ও সাগরকে আটক করেছে তারা।
তদন্তে উঠে এসেছে পূর্ব শক্রুতা ও ভ্যানের লোভে কৌশলে ডেকে নিয়ে হত্যার পর শার্শার নাভারণের কাজীরবেড় গ্রামের একটি বাড়ির সাব-বাক্সের ভেতর মরদেহ লুকিযে রাখা হয়েছিলে। এমনকি আটকের পরও বিষয়টি স্বীকার করেছেন মুকুলসহ অন্যআসামিরা।
মঙ্গলবার রাতে তাদেরকে আটকের পর বুধবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। একই সাথে উদ্ধার করা হয়েছে আব্দুল্লাহর ভ্যান ও হত্যাকান্ডে ব্যবহৃত চাকু।
এর আগে গত ১০ অক্টোবর বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হয়ে নিখোজ হন আব্দুল্লাহ । চারদিন পর উদ্ধার করা হয় আব্দুল্লার মরদেহ। এ ঘটনায় বারিপোতা গ্রামের আব্দুল্লার বাবা ইউনুস আলী বাদী হয়ে মামলা করেছেন।
আপনার মতামত লিখুন :