গেফার সালেম সারসা বার্তা : ২,১১,১৯,২৪৪/- (দুই কোটি এগার লক্ষ উনিশ হাজার দুইশত চুয়াল্লিশ) টাকা মূল্যের ১.১৬৪ কেজি ওজনের ১০ টি স্বর্ণের বারসহ ০২ জন আসামী আটক করেছে বিজিবি।
অদ্য ০৪ ডিসেম্বর ২০২৫ তারিখ ০৫৩০ ঘটিকায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের কোতোয়ালী থানাধীন মুরাদগড় বাস স্ট্যান্ড পাকা রাস্তার উপর হতে ০২ জন আসামীসহ ১.১৬৪ কেজি ওজনের ১০ (দশ) টি স্বর্ণের বার এবং ০৩টি মোবাইল আটক করে। আটককৃত ব্যক্তিদের প্যান্টের পকেটে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়।
আটককৃত আসামীদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ঢাকা থেকে যশোর ও চৌগাছা হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিল। তারা আরো জানায় ঢাকার তাতিবাজার এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে চৌগাছায় গমন করছিল।
আটককৃত ব্যক্তিদের নাম ও ঠিকানা- (১) মোঃ ফরিদুল ইসলাম (২৮), পিতাঃ মোঃ আবুল কালাম, গ্রামঃ দক্ষিণ চাঁদপুর, ডাকঘরঃ দর্শনা, থানাঃ দামুড়হুদা, জেলাঃ চুয়াডাঙ্গা, (২) মোঃ মাহাফুজ আলম (৩১), পিতাঃ আব্দুল লতিফ, গ্রামঃ বাজিপোতা, ডাকঘরঃ পান্তাপাড়া, থানাঃ মহেশপুর, জেলাঃ ঝিনাইদহ।
আটককৃত স্বর্ণের মূল্য ২,১০,৬৬,০৭২/- টাকা ও ০৩টি মোবাইল এর মূল্য ৪১,৫০০/- টাকা, ০১টি ইয়ার বাট এর মুল্য ১৫০০/-, ০১টি পাওয়ার ব্যাংক ২,০০০/- এবং নগদ ৮,১৭২/- টাকাসহ সর্বমোট সিজার মূল্য ২,১১,১৯,২৪৪/- (দুই কোটি এগার লক্ষ উনিশ হাজার দুইশত চুয়াল্লিশ) টাকা।
আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামীকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, কিছু দিন যাবত বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উক্ত স্বর্ণসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি‘র আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।