যশোরের সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার ৪৯ বিজিবির


Sarsa Barta প্রকাশের সময় : জানুয়ারি ৪, ২০২৬, ১:৫০ অপরাহ্ণ /
যশোরের সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার ৪৯ বিজিবির

গেফার সালেম সারসা বার্তা : যশোর জেলার সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

শার্শা উপজেলার ২ নং লক্ষণপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের শিকারপুর বাজারসংলগ্ন সীমান্ত এলাকায় সকাল ভোর থেকেই কঠোর নজরদারি শুরু করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে যেন কোনো ধরনের সন্ত্রাসী, হত্যাকারী কিংবা চোরাকারবারি দেশত্যাগ করতে না পারে—এ লক্ষ্যেই এই বিশেষ তৎপরতা চালানো হচ্ছে।

বিশেষ করে গতকাল যশোরে সংঘটিত বিএনপি নেতা আলমগীর হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত অপরাধীরা যাতে সীমান্ত পাড়ি দিয়ে পালাতে না পারে, সে বিষয়টি মাথায় রেখেই নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

সকাল থেকে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত টহল, সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি ও যানবাহন চেকিং কার্যক্রম চালানো হচ্ছে। বিজিবি সদস্যদের এই তৎপরতায় সীমান্ত এলাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

স্থানীয়রা জানান, সীমান্ত এলাকায় বিজিবির এমন কঠোর অবস্থান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করছেন।