যশোরে চিহ্নিত সন্ত্রাসী ২৩ মামলার আসামি ভাইপো রাকিব আটক


Shohel Rana প্রকাশের সময় : মার্চ ২১, ২০২৫, ৯:৩৩ পূর্বাহ্ণ /
যশোরে চিহ্নিত সন্ত্রাসী ২৩ মামলার আসামি ভাইপো রাকিব আটক

নিজস্ব প্রতিবেদকঃ যশোরের চিহ্নিত কুখ্যাত সন্ত্রাসী ও ২৩ মামলার আসামি ভাইপো রাকিবকে আটক করেছেন যশোর ডিবি পুলিশ। বৃহস্পতিবার ২০ মার্চ রাত নয়টা ১৫ মিনিটে ডিবির ওসি মঞ্জুরুল হক ভূঞার নেতৃত্বে একটি টিম বেজপাড়া এলাকা থেকে তাকে আটক করে। কাজী রাকিব ওরফে ভাইপো রাকিব শংকরপুর এলাকার তৌহিদুল ইসলামের ছেলে।

ডিবির পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক ভূঞা জানান, ভাইপো রাকিব যশোরের চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে চারটি হত্যা, সাতটি অস্ত্র,চারটি বিস্ফোরক,চাঁদাবাজিসহ ২৩ টি মামলা রয়েছে। তারমধ্যে কয়েকটি মামলায় তিনি ওয়ারেন্ট ভুক্ত আসামি। ২০১৫ সালের একটি মামলায় তাকে আটক দেখানো হয়েছে। অভিযানে এসআই শেখ আবু হাসান, এসআই অলক কুমার দে, এএসআই নাজমুলের সমন্বয়ে একটি চৌকস আভিযানিক দল অংশ নেন।

উল্লেখ্য, সন্ত্রাসী ভাইপো রাকিবকে এর আগে একাধিকবার পুলিশ আটক করেছে। পরে জামিনে বের হয়ে ফের একই অপকর্মে জড়িয়ে পড়েন তিনি। পুলিশ জানিয়েছে, সম্প্রতি তিনি গুলিবিদ্ধ হন। তাকে ঢাকাতে নেয়া হয়। যশোরে ফিরে তিনি ফের অপকর্মে জড়িয়ে পড়েন।