যশোরে ছিন্নমূল সমাজ কল্যাণ সংস্থা’র উদ্যোগে কম্বল বিতরণ


Al Amin প্রকাশের সময় : জানুয়ারি ২৫, ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ণ /
যশোরে ছিন্নমূল সমাজ কল্যাণ সংস্থা’র উদ্যোগে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক: যশোরের ছিন্নমূল সমাজ কল্যাণ সংস্থার কম্বল বিতরণ হয়েছে। (২৪ জানুয়ারী) শুক্রবার সকালে পালবাড়ি পাগলাদাহ কলোনির মোড়ে অসহায় মানুষের মধ্যে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন দৈনিক গ্রামের কাগজের সম্পাদক ও প্রকাশক মবিনুল ইসলাম মবিন।

বিশেষ অতিথি ছিলেন চার নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলী হোসেন মদন, সংগঠনের উপদেষ্টা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মনিরুজ্জামান মুনির, উপদেষ্টা আনোয়ার হোসেন মধু এবং চার নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তরিকুল ইসলাম।

অনুষ্ঠানে অর্ধশতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা ফরহাদ শেখের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সদস্য নয়ন ইসলাম, রমযান খান, আরিফ হোসেন, আফিয়া জাহিন, রাকিব হুসাইন ও রিফাজুল ইসলাম।

অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম টিটো।